Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan Election: ২৪ জনের মনোনয়ন পেশ

সূত্রের খবর, সুশীল বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন হয়তো স্ক্রুটিনিতেই বাতিল হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে, তাঁর নমিনেশন ফি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা দিয়েছে। সেক্ষেত্রে বিরোধী শিবিরে থাকছে শুধু সঞ্জয় ঘোষের মনোনয়ন। শুধুমাত্র একটা পোস্টের জন্য নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনী বোর্ডের প্রধান প্রাক্তন বিচারক অসীম রায়ই যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Mohun Bagan Election: ২৪ জনের মনোনয়ন পেশ
নতুন কমিটির হাত ধরে পথ চলা শুরু বাগানের। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 1:16 PM

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) ক্লাব নির্বাচনের জন্য ২৪ জনের মনোনয়ন পেশ। দেবাশিস দত্ত (Debashis Dutta), স্বপন বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠী ২২ জনের নাম জমা দিয়েছে। বিরোধী গোষ্ঠীর ২ সদস্য মনোনয়ন জমা দিয়েছেন। কার্যকরী কমিটির জন্য মনোনয়ন জমা দিয়েছেন সঞ্জয় ঘোষ। অপর জন সুশীল বন্দ্যোপাধ্যায়। বুধবার স্ক্রুটিনি। তবে ইলেকশন না সিলেকশন? যদি নির্বাচন হয়ও, সেক্ষেত্রে একটি বা দুটি পোস্টের জন্য নির্বাচন হতে পারে। তবে নতুন সচিব দেবাশিস দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বাগানের চেয়ারে বসছেন। দেবাশিস গোষ্ঠী যে ১১টি বিভাগীয় পদে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসতে চলেছেন। স্ক্রুটিনির পর মনোনয়ন প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময় থাকে। নির্বাচনী বোর্ড এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সূত্রের খবর, সুশীল বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন হয়তো স্ক্রুটিনিতেই বাতিল হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে, তাঁর নমিনেশন ফি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা দিয়েছে। সেক্ষেত্রে বিরোধী শিবিরে থাকছে শুধু সঞ্জয় ঘোষের মনোনয়ন। শুধুমাত্র একটা পোস্টের জন্য নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনী বোর্ডের প্রধান প্রাক্তন বিচারক অসীম রায়ই যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

১১ টি বিভাগীয় এবং ১১ টি কার্যকরী পদের জন্য দেবাশিস শিবিরের যে ২২ জনের নাম পড়েছে, তার তালিকা দেওয়া হল-

প্রস্তাবিত তালিকা ২০২১-২৪

  • দেবাশিস দত্ত- সচিব
  • সত্যজিৎ চট্টোপাধ্যায়- সহসচিব
  • স্বপন বন্দ্যোপাধ্যায়- ফুটবল সচিব
  • মহেশ টেকরিওয়াল- ক্রিকেট সচিব
  • উত্তম সাহা- কোষাধ্যক্ষ
  • মুকুল সিনহা- অর্থসচিব
  • শুভাশিস পাল- হকি সচিব
  • সন্দীপন বন্দ্যোপাধ্যায়- টেনিস সচিব
  • তন্ময় চট্টোপাধ্যায়- মাঠ সচিব
  • দেবাশিস মিত্র- অ্যাথলেটিক সচিব
  • মানস ভট্টাচার্য- যুব ফুটবল সচিব

প্রস্তাবিত কার্যকরী কমিটি-

  • সম্রাট ভৌমিক
  • রঞ্জন বসু
  • সমীর চট্টোপাধ্যায়
  • পার্থজিৎ দাস
  • দেবাশিস চট্টোপাধ্যায়
  • চিন্ময় চট্টোপাধ্যায়
  • পিনাকি রঞ্জন দাস
  • দেবাশিস রায়
  • সোমেশ্বর বাগুই
  • দেবপ্রসাদ মুখোপাধ্যায়
  • সাত্যকি দে

আরও পড়ুন: সচিনের মতোই কভার আর স্ট্রেট ড্রাইভ পছন্দ ৫ বছরের বিস্ময়বালকের