Cristiano Ronaldo: হ্যাটট্রিক দিয়ে ক্লাব ফুটবলে অনন্য বিশ্বরেকর্ড সিআর সেভেনের
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হ্যাটট্রিক করে টিমকে জেতালেন টটেনহ্যামের বিরুদ্ধে লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে। শুধু কি তাই, দেশ ও ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ডও করে ফেললেন তিনি।
লন্ডন: পেশাদারিত্ব নিয়ে ক’দিন আগেই তীব্র সমালোচনা চলছিল। প্রশ্ন উঠেছিল, তাঁর দায়বদ্ধতা নিয়ে। চোট সত্যিই পেয়েছেন কিনা, তা নিয়েও কথা উঠছিল। বলা হচ্ছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিনি একেবারে খুশি নন। অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাগনিকের সঙ্গে সম্পর্কের অবনতিও হয়েছে। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই তিনিই কিনা শনিবার রাতে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের সুপারহিরো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হ্যাটট্রিক করে টিমকে জেতালেন টটেনহ্যামের বিরুদ্ধে লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে। শুধু কি তাই, দেশ ও ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ডও করে ফেললেন তিনি। রোনাল্ডোর নামের পাশে এখন ৮০৭ গোল। ভেঙে দিলেন জোসেফ বিকানের সর্বোচ্চ ৮০৫ গোলের রেকর্ড। এতেই শেষ নয়, টটেনহ্যামের বিরুদ্ধে এই জয়ের ফলে লিগ টেবলের চারে আবার ফিরে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
That man, @Cristiano ?#MUFC | #MUNTOT
— Manchester United (@ManUtd) March 13, 2022
সাফল্য খুঁজে পেতে আগামী সামারে হ্যারি কেনকে টিমে নেওয়ার চেষ্টা করছেন কর্তারা। কিন্তু তার অনেক আগে সিআর সেভেন বুঝিয়ে দিলেন, যতই ৩৭ বয়স হোক, তাঁর বিকল্প এখনও তিনিই। প্রায় এক যুগ পর ঘরে ফিরে গোলের মধ্যেই ছিলেন রোনাল্ডো। কিন্তু ১৫ গোল করেছিলেন সব মিলিয়ে। কিন্তু গত ১০ ম্যাচে তাঁর নামের পাশে ছিল মাত্র ১ গোল। সেই অভাব টটেনহ্যাম ম্যাচে হ্য়াটট্রিক পূরণ করে দিলেন রোনাল্ডো। ৮০৭ গোলের মধ্যে ১৩৬টা গোল করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। সবচেয়ে বেশি গোল রিয়ার মাদ্রিদের জার্সিতে, মোট ৪৫০। ১০১ গোল করেছেন জুভেন্তাসের হয়ে। ৫টা গোল রয়েছে স্পোর্টিংয়ের হয়ে। আর ১১৫ গোল করেছেন জাতীয় টিম পর্তুগালের জার্সিতে। ফুটবলের ইতিহাসে দেশ ও ক্লাবের হয়ে পেশাদারি পর্যায়ে আর কেউ এত গোল করেননি। পরবর্তী প্রজন্ম তো বটেই, ফুটবলের কাছেই যেন এক আশ্চর্য মাইলস্টোন রেখে যেতে এসেছেন রোনাল্ডো। যা ভাঙা কঠিনই শুধু হবে না, অসম্ভবও হবে। ফিফার রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ গোলের তালিকায় তিনে রয়েছেন ব্রাজিলের রোমারিও। ৭৭২ গোল রয়েছে তাঁর। চারে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, ৭৫৯ গোল করেছেন তিনি।
টটেনহ্যামের বিরুদ্ধে ৩-২ জেতা ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করেছিলেন রোনাল্ডো। পরের দুটো গোল এসেছে ৩৮ ও ৮১ মিনিটে। ম্যাচের পর কোচ রাগনিক বলেছেন, ‘আমি ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এটাই রোনাল্ডোর সেরা পারফরম্যান্স। শুধু যে তিনটে গোল করেছে তাই নয়, পজেশনাল ফুটবলেও ও অন্যতম অংশ ছিল টিমের। কোয়ালিটি প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের সেরা পারফরম্যান্স। এই রকম একটা জয় দরকার ছিল।’