SC East Bengal: লাল-হলুদে প্রথম বিদেশি স্লোভেনিয়ার আমির
আইএসএলের (ISL) জন্য এ বার বেশ ভালোই দল গড়েছে এসসি ইস্টবেঙ্গল। শেষ বেলায় আসরে নেমে আদিল খান (Adil Khan), অরিন্দম ভট্টাচার্যদের (Arindam Bhattacharya) সই করিয়েছে লাল-হলুদ। আইএসএলের জন্য নতুন কোচও রিক্রুট করেছে বিনিয়োগকারী সংস্থা।
কলকাতা: বিদেশি ফুটবলার রিক্রুটমেন্টের কাজ শুরু করে দিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। আসন্ন আইএসএলের জন্য লাল-হলুদে নয়া বিদেশি। স্লোভেনিয়ার আমির দেরভিসেভিচকে (Amir Dervisevic) সই করাল এসসি ইস্টবেঙ্গল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ালিফাইং রাউন্ড, ইউরোপা লিগে (Europa League) খেলা বাঁ-পায়ের মিডফিল্ডারকে এ বার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে।
স্লোভেনিয়ার (Slovenia) জাতীয় ক্লাবে খেলার পাশাপাশি সেখানকার ক্লাব মারিবরে (Maribor) খেলেছেন আমির। স্লোভেনিয়ার জাতীয় দলের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টেও খেলেছেন এই মিডিও। ২০১৩ সাল থেকে খেলছেন মারিবরে। ১২৩ ম্যাচে ৬৬ গোল রয়েছে তাঁর। এর আগে ইন্টারব্লক (Interblock) এবং কার্কার (Krka) হয়েও খেলেছেন তিনি। ২৯ বছরের এই ফুটবলার মাঝে লোনে ভার্জেজে (Verzej) খেলেছেন। ইউটিউব (Youtube) ভিডিওতে দেখা গিয়েছে, এই বাঁ-পায়ের ফুটবলারের বেশ কয়েকটি ভালো ভালো গোল রয়েছে। যা দেখে আশায় বুক বাঁধতেই পারেন লাল-হলুদ সমর্থকেরা।
সই করেই স্লোভেনিয়ার মিডফিল্ডার বলেন, ‘ডার্বি খেলতে মুখিয়ে আছি। ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ নিয়ে অনেক কথা শুনেছি। তাই মুখিয়ে আছি মাঠে নামতি। স্লোভেনিয়ার ক্লাব ফুটবলেও ডার্বি খেলেছি অনেকদিন ধরে। বড় ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ থাকে। আর সেটাই আমাকে মোটিভেট করে।’
?DONE DEAL?
?? Slovenian playmaker ???? ?????š???ć has decided to pull the strings in the middle of the park for ?? this season.#Torchbearers, our FIRST foreign signing is in the house ? ??#AmirIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HerolSL pic.twitter.com/gLMFb6XF1S
— SC East Bengal (@sc_eastbengal) September 11, 2021
আইএসএলের (ISL) জন্য এ বার বেশ ভালোই দল গড়েছে এসসি ইস্টবেঙ্গল। শেষ বেলায় আসরে নেমে আদিল খান (Adil Khan), অরিন্দম ভট্টাচার্যদের (Arindam Bhattacharya) সই করিয়েছে লাল-হলুদ। আইএসএলের জন্য নতুন কোচও রিক্রুট করেছে বিনিয়োগকারী সংস্থা। স্প্যানিশ কোচ ম্যানুয়েল দিয়াজের (Manuel Diaz) রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমে কোচিং করানোর অভিজ্ঞতা আছে।
দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়ে এ বার এসসি ইস্টবেঙ্গলে কোচিং করাবেন দিয়াজ। কেরিয়ারে মোট ৩২৮টি ম্যাচে কোচিং করিয়েছেন দিয়াজ। ৫৩ বছরের কোচের ৪১.৭৭ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে। ২০১৮-১৯ মরসুমে শেষবার রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমে কোচিং করিয়েছিলেন দিয়াজ। ৪৬.৬৬ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে রিয়ালের ‘বি’ টিমে।
দায়িত্ব পেয়ে দিয়াজ বলেন, ‘মাদ্রিদে আমরা বলে থাকি জয় আমাদের ডিএনএ-তে আছে। চাপ নিতে আমরা ভালোবাসি। তাই বড় ক্লাবের আমাদের ঘিরে প্রত্যাশাও থাকে অনেক।’ তিনি এর সঙ্গে যোগ করে বলেন, ‘সময় অনেক কম। তবে অনেক লম্বা রাস্তা হাঁটতে হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’
আরও পড়ুন: SC EAST BENGAL : কেমন প্রোফাইল ইস্টবেঙ্গলের নতুন কোচের?