Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেনার জন্য টাকার বৃষ্টি! দৌড়ে সৌদি আরব

Saudi Arabia: রেড ডেভিলসের মালিকানা পাওয়ার দৌড়ে ঢুকে পড়ল সৌদি আরব।

Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেনার জন্য টাকার বৃষ্টি! দৌড়ে সৌদি আরব
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেনার জন্য টাকার বৃষ্টি! দৌড়ে সৌদি আরবImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 3:40 PM

রিয়াধ ও ম্যাঞ্চেস্টার: শীঘ্রই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) মালিকানা বদল হতে চলেছে। টেলিগ্রাফের এক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান ইউ কেনার জন্য বিড জমা দিয়েছে সৌদি আরব (Saudi Arabia)। ইংলিশ ফুটবলের অন্যতম ধনী ক্লাব ম্যান ইউ। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব কেনার জন্য যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ১৩ বারের ইপিএল চ্যাম্পিয়ন রেড ডেভিলসদের মালিকানা নিয়ে কম নাটক হয়নি। গত ১৭ বছর ধরে এই ক্লাবের মালিকানা রয়েছে গ্লেজার পরিবারের হাতে। রেড ডেভিলসের সমর্থকরা বিভিন্ন সময় গ্লেজার পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে। এ বার সত্যিই বদলে যেতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা। নিলামের আসরে বাজিমাত করবে কে? নজর থাকবে সেদিকেই। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।

সৌদি আরবের রাজধানী রিয়াধের বেশ কয়েকটি ব্যক্তিগত গ্রুপও ম্যান ইউ কেনার ব্যাপার নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম সমর্থক ব্রিটিশ ধনকুবের জিম র‍্যাটক্লিফ রাসায়নিক সংস্থা আইএনইওএসের প্রতিষ্ঠাতা। সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর অনুযায়ী, মার্কিন প্রাইভেট ইক্যুইটি ফার্ম এবং একাধিক কাতারি বিনিয়োগকারীদের পাশাপাশি জিম র‍্যাটক্লিফও ম্যান ইউ কেনার নিলামে বড় দর ডাকতে পারেন।

ম্যান ইউ কিনতে একাধিক গোষ্ঠী ইচ্ছেপ্রকাশ করেছে। তেমনই সৌদি আরবও রেড ডেভিলস কেনার দৌড়ে ঢুকে পড়েছে। ডেলয়েটের বিশ্লেষণ অনুসারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিশ্বের চতুর্থ ধনী ফুটবল ক্লাব। ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদন অনুসারে কাতারি রয়্যালস প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের বিড করবে। বর্তমানে ৮ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান ইউ বিক্রি হতে পারে বলে জানা গিয়েছে। তেমনটা হলে, টড বহেলির চেলসি কেনার জন্য দেওয়া অর্থের থেকেও এটি অনেক বেশি হতে চলেছে। তেমনটা হলে, ম্যান ইউয়ের বিক্রি সবচেয়ে বড় ক্রীড়া চুক্তি হতে চলেছে। উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শেয়ারের একটি ছোট অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। যার বাজার মূলধন ৪ বিলিয়ন ডলারেরও বেশি।