AFC CUP : নীল জলে রিহ্যাব, মনে মেজিয়া
এদিন গোটা দলকে নামিয়ে দেন সুইমিং পুলে। সাঁতার ও হাল্কা ট্রেনিং। মলদ্বীপের হোটেল একেবারে সমুদ্রের পাশে। পেছনে নীল সমুদ্র। সোনালি বালিতে মোড়া সৈকত।
মলদ্বীপঃ কোচ হাবাসের একটা নিয়ম রয়েছে। ৯০ মিনিটের ম্যাচের পরদিন দলকে অলিখিত ছুটি দিয়ে দেন ফুটবল থেকে। শরীরের ক্লান্তি দূর করতে রিহ্যাব। আর মনের ক্লান্তি দূর করতে ফুটবল থেকে দূরে রাখা। এটাই হাবাসের ম্যাচের পরের দিন চেনা স্ট্র্যাটেজি। বেঙ্গালুরু এফসি ম্যাচের পরও যার বদল হল না।
এদিন গোটা দলকে নামিয়ে দেন সুইমিং পুলে। সাঁতার ও হাল্কা ট্রেনিং। মলদ্বীপের হোটেল একেবারে সমুদ্রের পাশে। পেছনে নীল সমুদ্র। সোনালি বালিতে মোড়া সৈকত। আর ধার ঘেঁষেই এটিকে মোহনবাগানের টিম হোটেল। হোটেলের সুইমিং পুলের নীল জলেই সকাল থেকে সুইমিং সেশন চলল টিম মোহনবাগানের। তার আগে কিছুক্ষণ স্ট্রেচিং করেন এটিকে মোহনবাগানে গতকাল রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। করোনা পরিস্থিতিতে বায়ো বাবল মানতে হচ্ছে সব দলকে। হোটেল ছাড়ার অনুমতি নেই টিম এটিকে মোহনবাগানের ফুটবলারদের। অগত্যা হোটেলের রুমেই কাটল গোটা দিন। কেউ বিশ্রাম নিলেন। কেউ প্লে স্টেশনে।শুক্রবার থেকে শুরু হবে মেজিয়া স্পোর্টসের জন্য প্রস্তুতি। শনিবারের ম্যাচ হবে ফ্লাডলাইটে। তাই সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চান কোচ হাবাস।
এদিকে বৃহস্পতিবার সবুজ-মেরুনের অন্দরে দুটো বিষয় নিয়ে আলোচনা। এক, পরের প্রতিপক্ষ মেজিয়া স্পোর্টস। দুই সদ্য প্রাক্তন সতীর্থ সন্দেশ ঝিঙ্ঘান। কাগজে কলমে শক্তিশালী দল না হলেও মেজিয়া স্পোর্টসকে হাল্কাভাবে নিতে নারাজ এটিকে মোহনবাগান। ঘরের মাঠের অ্যাডভান্টেজ পাবে মেজিয়া, মত বাগান থিঙ্কট্যাঙ্কের। অন্যদিকে ক্রোয়েশিয়ার ক্লাবে খেলতে যাওয়ার আগে আবেগঘন একটা পোস্ট করেন সন্দেশ ঝিঙ্ঘান। যা মন ছুঁয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। ভবিষ্যতের জন্য সন্দেশকে শুভেচ্ছা জানানো হয়েছে দলের পক্ষ থেকেও।