Mohamed Salah: ২০২৫ পর্যন্ত সালাহকে রাখতে চাইছে লিভারপুল

মিশরের ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরুও করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই ২০২৩ জুন পর্যন্ত সালাহর সঙ্গে নতুন চুক্তি করে ক্লাব।

Mohamed Salah: ২০২৫ পর্যন্ত সালাহকে রাখতে চাইছে লিভারপুল
Mohamed Salah: ২০২৫ পর্যন্ত সালাহকে রাখতে চাইছে লিভারপুল (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 4:58 PM

লিভারপুল: মোহামেদ সালাহর (Mohamed Salah) মেয়াদ বাড়াতে চাইছে লিভারপুল (Liverpool)। ২০২৩ পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি রয়েছে মিশরের রাজপুত্রের। আরও ২ বছর অর্থাত্‍ ২০২৫ পর্যন্ত সালাহকে রেখে দিতে চাইছে লিভারপুল ফুটবল ক্লাব। এই মুহূর্তে রেডসদের হয়ে ২০৪ ম্যাচে ১২৬ গোল করে ফেলেছেন সালাহ।

মিশরের ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরুও করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই ২০২৩ জুন পর্যন্ত সালাহর সঙ্গে নতুন চুক্তি করে ক্লাব। নতুন চুক্তিতে মাসে ৮ কোটি টাকা করে পাচ্ছেন সালাহ। তাঁর সঙ্গে আরও ২ বছরের চুক্তির মেয়াদ বাড়ালে সেক্ষেত্রে লিভারপুলের হায়েস্ট পেইড ফুটবলার হয়ে যাবেন তিনি। এই মুহূর্তে লিভারপুলের হায়েস্ট পেইড ফুটবলার ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডিক।

প্রিমিয়ার লিগের শুরুতেই লিভারপুলের হয়ে গোল করেছেন মোহামেদ সালাহ। টানা ৫ মরসুম প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গোল করে নয়া রেকর্ডও গড়েছেন মিশরের রাজপুত্র। ভেঙে দিয়েছেন টেডি শেরিংহ্যামের রেকর্ড।