Lionel Messi: পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছেন মেসি
আগামী দুটো বছর নতুন টিমের হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতার স্বপ্ন দেখছেন মেসি।
প্যারিস: বার্সেলোনার (Barcelona) হয়ে যা যা করেছেন, প্যারিস সাঁজার (PSG) হয়েও তা-ই করে দেখাতে চান লিওনেল মেসি (Lionel Messi)। আর্থিক অসমাঞ্জস্যের কারণে চোখের জলে বার্সেলোনা ছেড়েছেন আর্জেন্টেনিয়ান। তার পরই যোগ দিয়েছেন পিএসজিতে। দু’বছরের চুক্তিতে। আগামী দুটো বছর নতুন টিমের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছেন মেসি।
এক সাক্ষাত্কারে মেসি নিজের স্বপ্ন পরিষ্কার করে দিয়েছেন, ‘গত কয়েক বছর ধরে পিএসজি যে রকম পারফর্ম করছে, এ বারও তা-ই করবে বলে আমার বিশ্বাস। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতার যে স্বপ্ন দেখেছি, তাড়া করেছি, সেটা এ বারও থাকবে। আর তার জন্য যা যা দরকার, করব। এই ট্রফিটা জেতার জন্য ক্লাব কতটা মরিয়া, খুব ভালো করে জানি। আমি নিজেও জিততে চাই। সমর্থকরাও এই জয় দেখার জন্য মুখিয়ে আছে।’
সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন ঘুরছে, সেটা হল কবে ‘মেসি ৩০’ লেখা জার্সি পরে পিএসজির হয়ে নামবেন? যা শোনা যাচ্ছে, ১২ সেপ্টেম্বর তিনি ক্লাবের হয়ে খেলতে পারেন প্রথম ম্যাচ। আর সেই ম্যাচকে স্মরণীয় রাখার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কর্তারা।
মেসি যে দিন প্যারিসে নেমেছিলেন, সে দিন বিমানবন্দরে ব্যাপক ভিড় ছিল সমর্থকদের। তাঁদের টি-শার্টে লেখা ছিল, ‘হেয়ার ইজ প্যারিস’। ভক্তদের দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন মেসি। বার্সেলোনার প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘সত্যিই আশ্চর্য উন্মাদনা দেখেছি ওদের মধ্যে। তখনও কোনও কিছুই নিশ্চিত ছিল না। তাও লোকে রাস্তায় নেমে পড়েছিল। বার্সেলোনার বাইরে এমন উন্মাদনা এই প্রথম দেখলাম। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।’
সেই নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন মেসি। ব্রাজিলিয়ানের পাশে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি নিজেও। মেসির কথায়, ‘নেইমারের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। ওর সঙ্গে অনেকদিন খেলিনি। প্যারিস টিমটাও খুব ভালো। দারুণ ভারসাম্য আছে। আমি টিমের সঙ্গে প্রতিটা দিন উপভোগ করার অপেক্ষায় আছি।’