Lionel Messi : ফরাসি ব্যঙ্গ কার্টুনে তালিবান-মেসি
আফগানিস্তান তালিবান দখলে আসার পরই চার্লি হেদবো সাম্প্রতিকতম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। আর তারই কভার পেজে দেখা গিয়েছে মেসির জার্সি।
প্যারিস: তালিবান কার্টুনের (Cartoon) সঙ্গে লিওনেল মেসিকে (Lionel Messi) মিশিয়ে তীব্র বিতর্কে ফরাসি ম্যাগাজিন চার্লি হেবদো (Charlie Hebdo)! এটা মূলত ব্যঙ্গাত্মক পত্রিকা। নানা বিষয় নিয়ে তারা তীব্র বিতর্কও তৈরি করে। তাদেরই কভার পেজ নিয়ে হইচই পড়ে গিয়েছে।
বোরখা পরা তিনটে আফগান মহিলার একটি কার্টুন দিয়ে বানানো হয়েছে কভার পেজ। যার ক্যাপশন হল, ‘যতটা ভাবা হয়, তার থেকেও জঘন্য তালিবান’! এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু বোরখা পরা ওই মহিলাদের পিঠে লেখা ‘মেসি ৩০’। যে নম্বরের জার্সি প্যারিস সাঁজাতে বরাদ্দ করা হয়েছে মেসির জন্য।
Talibans : c'est pire que ce qu'on pensait !
Retrouvez :
? Enquête sur les essais nucléaires en Polynésie et la contamination de quasi toute la population? Et si c'était la fin de la vitesse ?? Série d'été : retrouvez Maurice et Patapon !
En vente demain ! pic.twitter.com/BpPk3mFLY0
— Charlie Hebdo (@Charlie_Hebdo_) August 17, 2021
বার্সেলোনা থেকে পিএসজিতে সই করেছেন মেসি। দু’বছরের চুক্তিতে সই করা বিশ্বের অন্যতম সেরা তারকার ১০ নম্বর জার্সিটা আর নেই। যে কারণে ৩০ নম্বর জার্সি পেয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই হয়তো ফরাসি টিমের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে পড়বেন তিনি। তার আগেই মেসিকে নিয়ে হইচই।
আফগানিস্তান তালিবান দখলে আসার পরই চার্লি হেদবো সাম্প্রতিকতম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। আর তারই কভার পেজে দেখা গিয়েছে মেসির জার্সি। তালিবান আগ্রাসন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। আফগানিস্তানের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। সামাজিক ক্ষেত্রে নানা বাধানিষেধের মুখে পড়তে হচ্ছে আফগানদের। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে।