FC BARCELONA : মেসি নেই, ব্র্যান্ড ভ্যালু কমল বার্সার

মেসি বার্সা ছাড়ায় কাতালান ক্লাবের সমর্থকরা মুষড়ে পড়েছেন। বিমর্ষ হয়ে পড়েছেন প্রত্যেকে। এ দিকে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও বড়সড় বাধা হয়ে দাঁড়াল। এত দিন মেসির জন্য অনেক বড় সংস্থাই বার্সেলোনাকে স্পনসর করতে রাজি হত।

FC BARCELONA : মেসি নেই,  ব্র্যান্ড ভ্যালু কমল বার্সার
মেসি বিদায়ে ১১% কমল বার্সার ব্র্যান্ড ভ্যালু
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 8:45 PM

বার্সেলোনা: মেসি ক্লাব ছাড়তেই বড়সড় ধাক্কা বার্সেলোনায়। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে স্প্যানিশ ক্লাব। আজই বার্সা ছেড়ে প্যারিসে পা রাখেন এলএম টেন। মেসিকে বরণ করে নিতে প্যারিসের বিমানবন্দরের বাইরে জনতার ঢল। পিএসজি-তে ২ বছরের জন্য সই করলেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসি বার্সা ছাড়ায় কাতালান ক্লাবের সমর্থকরা মুষড়ে পড়েছেন। বিমর্ষ হয়ে পড়েছেন প্রত্যেকে। এ দিকে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও বড়সড় বাধা হয়ে দাঁড়াল। এত দিন মেসির জন্য অনেক বড় সংস্থাই বার্সেলোনাকে স্পনসর করতে রাজি হত। কিন্তু এই মুহূর্তে বার্সার বাজার দর অনেকটাই কমে গিয়েছে। মেসি বার্সেলোনা ছাড়ার পর কাতালান ক্লাবের ব্র্যান্ড ভ্যালু ১১ শতাংশ কমে গিয়েছে। বার্সেলোনার ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের এক ব্যক্তি সে কথা স্বীকারও করে নিয়েছেন। এই মুহূর্তে বার্সেলোনাকে ব্যাপক সাফল্য পেতে হবে। তা হলেই মিলবে স্পনসর। না হলে থমকে যাবে বার্সার ভবিষ্যৎ। কেউ কেউ মনে করছেন, আগামী বছরগুলোতে বেশ কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে বার্সাকে। একটা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। মেসি ক্লাব ছাড়ায় এতটাই বিপুল ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়েছে বার্সেলোনা।

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার কাছে এটা একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া মেসির ফেলে যাওয়া ১০ নম্বর জার্সি পরে খেলবেন সেটা নিয়েও দুশ্চিন্তায় তিনি। কারণ যে ফুটবলারই সেই ১০ নম্বর পরুন, তাঁর উপর প্রত্য়াশার চাপ থাকবে অনেকটা। স্পনসরদের কাছ থেকে বছরে মোট ১৮০ মিলিয়ন ইউরো পায় বার্সেলোনা। লাপোর্টা প্রেসিডেন্ট হয়ে আসার পর সেটাকে ২০০ মিলিয়ন ইউরোতে টার্গেট করেছেন। কিন্তু মেসি ক্লাব ছাড়ায় স্পনসরদের কাছ থেকে বছরে ১৮০ মিলিয়ন ইউরো জোগার করাই চাপের হয়ে দাঁড়িয়েছে লাপোর্তার কাছে।