করোনার মধ্যেই কোপা চ্যালেঞ্জ ! ব্রাজিলের সামনে কঠিন লড়াই

রিও ডে জেনেইরাঃ বিশ্বে করোনা (COVID19)হানায় যে দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকায়, প্রথম তিনে ব্রাজিল(BRASIL)। করোনায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। ৪লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন ব্রাজিলে। সেই দেশেই এবার বসছে কোপা আমেরিকার(COPA AMERICA) আসর। কোপা আমেরিকার আসল সূচি ছিল গত বছর। কিন্তু করোনার কারনে ১ বছর টুর্নামেন্ট পিছিয়ে দেয় আয়োজক কনমেবল।আয়োজক দেশ ছিল […]

করোনার মধ্যেই কোপা চ্যালেঞ্জ ! ব্রাজিলের সামনে কঠিন লড়াই
করোনা আবহে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ কোপা আমেরিকা
Follow Us:
| Updated on: May 31, 2021 | 9:54 PM

রিও ডে জেনেইরাঃ বিশ্বে করোনা (COVID19)হানায় যে দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকায়, প্রথম তিনে ব্রাজিল(BRASIL)। করোনায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। ৪লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন ব্রাজিলে। সেই দেশেই এবার বসছে কোপা আমেরিকার(COPA AMERICA) আসর।

কোপা আমেরিকার আসল সূচি ছিল গত বছর। কিন্তু করোনার কারনে ১ বছর টুর্নামেন্ট পিছিয়ে দেয় আয়োজক কনমেবল।আয়োজক দেশ ছিল ২টি। কলম্বিয়া ও আর্জেন্তিনা। তবে করোনা আবহে কিভাবে হয় কোপা আমেরিকা, এই মর্মে কলম্বিয়া জুড়ে শুরু হয় গণ আন্দোলন। বহু মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন করোনায়। অবস্থা বেগতিক দেখে অবশেষে কলম্বিয়া থেকে সরানো হয় কোপা। একই চিত্র ছিল মেসির দেশ আর্জেন্তিনায়। অবশেষে এদিন আর্জেন্তিনা জানিয়ে দেয় তারা কোনও ভাবেই কোপা আমেরিকা আয়োজন করতে পারবে না।

  একেবারে শেষ মুহূর্তে বেকায়দায় পড়ে যায় আয়োজক কনমেবল। একেবারে শেষ মুহূর্তে ব্রাজিলের নাম ঘোষণা করে আয়োজকা। আর এরপর থেকেই শুরু প্রশ্নের। করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত দেশে কিভাবে কোপা আমেরিকার মত টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে করোনায় মৃতের নিরিখে বিশ্বে দ্বিতীয় ব্রাজিল, সেখানে কোপার মত টুর্নামেন্ট করা মানে ফুটবলারদেরও বিপদের মুখে ঠেলে দেওয়া নয়? উঠতে শুরু করেছে প্রশ্ন।গত কোপা ও বিশ্বকাপ আয়োজন করায় পরিকাঠামোগতভাবে তৈরি রয়েছে ব্রাজিল। সেজন্যই ব্রাজিলকে বেছে নেওয়া বলে মত কনমেবলের একাংশের। আর বিতর্কের মধ্যেই কনমেবলের ঘোষণা, টুর্নামেন্ট হবে নির্দিষ্ট সূচি অনুযায়ীই।

প্রসঙ্গত, আগামি ১৩ই জুন থেকে শুরু কোপা আমেরিকার। ফাইনাল ১০ই জুলাই। গত কোপা আমেরিকাও আয়োজন হয়েছিল ব্রাজিলেই।