Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Christian Eriksen: ব্রেন্টফোর্ডে সই এরিকসেনের

বেশ কয়েকদিন ধরেই এরিকসেনকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল ব্রেন্টফোর্ড। অবশেষে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনেই ড্যানিশ মিডফিল্ডারকে সই করাল ইপিএলের ক্লাব। তবে সই করলেও এখনই মাঠে নামতে পারবেন না তিনি। শনিবারই এফএ কাপের ম্যাচে এভার্টনের বিরুদ্ধে খেলবে ব্রেন্টফোর্ড। সদ্য কোভিড ভ্যাকসিন নিয়েছেন এরিকসেন। তাই ব্রিটেনে প্রবেশ করতে কোনও অসুবিধে নেই তাঁর। কয়েক দিনের মধ্যেই ওয়েস্ট লন্ডনে পা রাখবেন এরিকসেন।

Christian Eriksen: ব্রেন্টফোর্ডে সই এরিকসেনের
ক্রিশ্চিয়ান এরিকসেন। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 5:00 PM

লন্ডন: প্রত্য়াশামতোই ব্রেন্টফোর্ডে (Brentford) সই করলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। হৃদরোগে আক্রান্ত হওয়ায় ফুটবল কেরিয়ার প্রায় শেষ হতে যাচ্ছিল। এই অবস্থায় ড্যানিশ মিডফিল্ডারের পাশে দাঁড়াল ইপিএলের ক্লাব। ইউরো কাপে (Euro Cup) ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন এরিকসেন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুস্থ হয়ে ফিরলেও মাঠে এখনও নামা হয়নি ডেনমার্কের এই ফুটবলারের। ইতালির ফুটবলবিধি অনুযায়ী, সে দেশের লিগে খেলা আর সম্ভব হয়নি এরিকসেনের। তাই ইন্টার মিলানের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যায়। কিন্তু ইংল্যান্ডের কোথাও এ রকম ফুটবলবিধি নেই। তাই এরিকসেনকে সই করাতে আসরে নামে ব্রেন্টফোর্ড।

বেশ কয়েকদিন ধরেই এরিকসেনকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল ব্রেন্টফোর্ড। অবশেষে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনেই ড্যানিশ মিডফিল্ডারকে সই করাল ইপিএলের ক্লাব। তবে সই করলেও এখনই মাঠে নামতে পারবেন না তিনি। শনিবারই এফএ কাপের ম্যাচে এভার্টনের বিরুদ্ধে খেলবে ব্রেন্টফোর্ড। সদ্য কোভিড ভ্যাকসিন নিয়েছেন এরিকসেন। তাই ব্রিটেনে প্রবেশ করতে কোনও অসুবিধে নেই তাঁর। কয়েক দিনের মধ্যেই ওয়েস্ট লন্ডনে পা রাখবেন এরিকসেন। তবে এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে নামতে পারবেন না তিনি।

কয়েকদিন আগেই ডেনমার্কের ফুটবলার বলেন, কাতার বিশ্বকাপে দেশের হয়ে খেলাই তাঁর স্বপ্ন। সেই লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে চলেছেন। শারীরিক ভাবে নিজেকে ফিটও ঘোষণা করেছেন এরিকসেন। এর আগেও ইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। টটেনহ্যাম হটস্পারের হয়ে ৬ বছর ফুটবল খেলেছেন। টটেনহ্যামে খেলার আগে আয়াখসে ৩ বছর খেলেছেন। ২০২০ সালে টটেনহ্যামে যোগ দেন এরিকসেন।

আরও পড়ুন: Manchester United: বান্ধবীকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার গ্রিনউড