Cristiano Ronaldo: ওল্ড ট্র্যাফোর্ডে এখন যেন ‘সিআর টাইম’
মহাতারকাদের নিয়ে কোনও ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই। কখন যে ম্যাজিক দেখাবেন, কে জানে। চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গল-রাত ছিল মেসির দখলে। বুধ-রাতে আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টক অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ। মেসি-রোনাল্ডোরা যেন তৈরিই থাকেন, সব হিসেব গুলিয়ে দেওয়ার জন্য। সব আলো কেড়ে নেওয়ার জন্য।
লন্ডন: যদি দৌড়নোর জায়গা পেয়ে যান, যদি বলের কাছাকাছি পৌঁছতে পারেন, আটকানো কঠিন হয়ে যায়! চব্বিশ ঘণ্টা আগে সদ্য চোট থেকে বেরিয়ে আসা লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে এমনই বলেছিলেন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। গুরুর ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে গোল করে পিএসজিকে (PSG) জিতিয়েছিলেন মেসি।
তারকাদের যে কোনও পরিস্থিতিতে জ্বলে ওঠা নিয়ে নানা বিশেষজ্ঞ নানা ভাবে ব্যাখ্যা করেন। মহাতারকাদের নিয়ে কোনও ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই। কখন যে ম্যাজিক দেখাবেন, কে জানে। চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গল-রাত ছিল মেসির দখলে। বুধ-রাতে আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) টক অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ। মেসি-রোনাল্ডোরা যেন তৈরিই থাকেন, সব হিসেব গুলিয়ে দেওয়ার জন্য। সব আলো কেড়ে নেওয়ার জন্য।
ভিয়ারিয়ালের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড (Old Trafford) আরও একদফা ধাক্কার জন্য প্রস্তুত হচ্ছিল। প্রথমার্ধ গোলশূন্য। বিরতির কিছু পরেই, ৫৩ মিনিটে আলকাসের গোলে ১-০ এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৭ মিনিটের মধ্যে ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে টেলাস ১-১ করে ফেলেছিলেন। তারপর? স্প্যানিশ টিম ডিফেন্সের জাল বুনতে শুরু করে দিল। বিপক্ষের কাউন্টার অ্যাটাকে সোল্কজায়েরর টিম বেআব্রু হয়ে পড়ছে। রক্ষণের পর্দা দিয়েও আটকানো যাচ্ছে না হানাদারদের। ইনজুরি টাইম পার করার পর খেলা যখন গড়াচ্ছে নিশ্চিত ড্র-র দিকে, তখনই মহানায়কের ভেল্কি। লিনগার্ডের পাস থেকে ৯৫ মিনিটে ২-১ সিআর সেভেনের।
১৭৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি। ৯৫ মিনিটের গোলটা আরও এক ঝলমলে রেকর্ড করে গেলেন। ইনজুটি টাইমে ১২তম গোল করার। ওল্ড ট্র্যাফোর্ড বোধহয় বহু বছর পর এত বর্ণময় দেখাল। রোনাল্ডো বরণের দিনও উৎসব ছিল, কিন্তু বাঁধ ভেঙে পড়েনি। বুধবার রাতে তাই দেখল ওল্ড ট্র্যাফোর্ড। ভিভা রোনাল্ডোটাই এখন দীর্ঘমেয়াদী স্লোগান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।
উৎসবের রাতে সোল্কজায়ের বলে দিয়েছেন, ‘টিমে যখন রোনাল্ডো নামের কোনও ফুটবলার থাকে, তখন জয়ের সম্ভাবনা থেকেই যায়। বিপক্ষের গোলের সামনে ও দুরন্ত। ভয়ঙ্করও।’
রোনাল্ডো আর মেসি— দু’দশক ধরে এই দুটো নামেই আচ্ছন্ন ফুটবল বিশ্ব। মুগ্ধতার যেন অন্ত নেই। মধ্য তিরিশেও ফর্মের মধ্যগগনে দুই মহাতারকা।
রোনাল্ডো যখন বড় হয়ে উঠছিলেন, তখন ম্যাঞ্চেস্টারে ছিল ফার্গি টাইম। স্যার আলেক্স ফার্গুসন সাফল্যে ভরপুর তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবে এখন ‘সিআর টাইম’! রোনাল্ডো আছেন মানে, ট্রফির রুপোলি রেখাও দেখা যাবে। এই বিশ্বাসেই মাতোয়ারা গ্যালারি!
আরও পড়ুন: UEFA Champions League: মাইলস্টোন ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ত্রাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো