Cristiano Ronaldo: দেশের হয়ে ২০০তম ম্যাচে নামছেন, এখনও নার্ভাস রোনাল্ডো!
Cristiano Ronaldo 200 Match for Portugal: দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোলের নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলেই। ১৯৯ ম্যাচে ১২২টি গোল রয়েছে তাঁর নামে। কেরিয়ারের আরও একটা মাইলফলকের ম্যাচেও নজর থাকবে গোলে।
রিকজাভিক: পুরুষদের ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির আগেই গড়েছেন। কেরিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন কাপে আজ পর্তুগালের প্রতিপক্ষ আইসল্যান্ড। তবে ম্যাচের চেয়েও বাড়তি নজর রোনাল্ডোর দিকে। ৩৮ বছর বয়সি রোনাল্ডোই যে এখনও পর্তুগাল আক্রমণের বড় ভরসা এ বিষয়ে সন্দেহ নেই। আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলে অভিজ্ঞতার ভাড়ার পূর্ণ। ২০০তম মাইলফলকের ম্যাচে নামার আগে তবুও রোনাল্ডো বলছেন, দেশের জার্সি গায়ে চাপালেই নার্ভাস হয়ে পড়েন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোলের নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলেই। ১৯৯ ম্যাচে ১২২টি গোল রয়েছে তাঁর নামে। কেরিয়ারের আরও একটা মাইলফলকের ম্যাচেও নজর থাকবে গোলে। তার রোনাল্ডো বলছেন, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় স্নায়ুর চাপে ভুগি। জাতীয় সঙ্গীত বাজার সময়ও। হয়তো নার্ভাস থাকা ভালো। এটা দায়িত্ববোধ, গর্ব, আত্মবিশ্বাস, দেশের হয়ে খেলার তাগিদ বোঝায়। দেশের প্রতনিধিত্ব করা মানে পরিবার, বন্ধুদেরও প্রতিনিধিত্ব করা। আমি আরও ভালো খেলার স্বপ্ন দেখি। সে কারণেই তো মাঠে নামি।’
কাতার বিশ্বকাপে তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। তার আগে ক্লাবের সঙ্গে বিতর্ক চলছিল। প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অনেক বিষয়ে খোলসা করেন। বিতর্ক তাড়া করেছিল কাতারেও। জাতীয় দলের তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে ঝামেলায় জড়ান। জাতীয় দলের হয়ে রোনাল্ডো আর খেলবেন কীনা, সন্দেহ ছিল। তবে নতুন কোচ রবার্তো মার্টিনেজ ভরসা রাখেন অভিজ্ঞ রোনাল্ডোর ওপর। দেশের হয়ে এখনও তাঁর অনেক কিছু দেওয়ার রয়েছে, এমনটাই মত সিআর সেভেনের। বলছেন, ‘আমি মুহূর্তে বাঁচতে চাই। নিজের ফর্ম দেখে বলতে পারি, ভালো খেলছি, সতীর্থদের সহযোগিতা করতে পারছি, গোল করছি। নেতৃত্ব দিয়ে সবসময় মাঠে নিজের উপস্থিতি বোঝাতে পারছি। সতীর্থরা যতদিন আমার ওপর ভরসা রাখবে, আমিও যতদিন প্রেরণা পাব, দেশের হয়ে খেলার চেষ্টা ছাড়ব না। নিজের জায়গাটা ফ্রি-তে দেব না, কাউকে সেটা অর্জন করতে হবে। পর্তুগালের জন্য সর্বস্ব দিতে চাই।’