SC East Bengal: সোলসজায়েরের কোচিংয়ে খেলা চিমা লাল-হলুদে

নরওয়ের ক্লাব মল্ডেতে কোচিং করাতেন ওলে গানার সোলসজায়ের (Ole Gunnar Solskjær)। যিনি বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচ। তাঁর আমলেই তিন বার সে দেশের টপ ডিভিশন লিগ জেতে মল্ডে।

SC East Bengal: সোলসজায়েরের কোচিংয়ে খেলা চিমা লাল-হলুদে
লাল-হলুদে সই ড্যানিয়েল চিমার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2021 | 7:41 PM

কলকাতা: তিন দশক পর ফের লাল-হলুদে নাইজেরিয়ান চিমা। তবে ইনি ওকোরি নন। চতুর্থ বিদেশি হিসেবে নাইজেরিয়ার ড্যানিয়েল চিকা চুকুকে (Daniel Chima Chukwu) সই করাল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গুঞ্জন চলছিলই। শেষ পর্যন্ত নাইজেরিয়ান স্ট্রাইকারকেই দলে নিল লাল-হলুদ শিবির। নরওয়ের টপ ডিভিশনে খেলার পাশাপাশি চিনের লিগেও খেলেছেন চিমা।

নরওয়ের ক্লাব মল্ডে এফকে-তে (Molde FK) দীর্ঘদিন খেলেছেন চিমা। মল্ডেকে তিন বার লিগ খেতাবও দিয়েছেন তিনি। চিমার সময় ২০১১, ২০১২ ও ২০১৪-তে টপ ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয় মল্ডে। চিনের ফুটবল ক্লাব সাংহাই শেংসিনেও (Sanghai Shenxin) খেলেছেন চিমা। মল্ডের হয়ে প্রথম পর্যায়ে ১০৭ ম্যাচে ৮১ গোল করেন। নরওয়ের ক্লাবের হয়ে ইউরোপা লিগে গোলও রয়েছে। চিনের সুপার লিগে খেলা ক্লাব শেংসিনের হয়ে ৪৯ ম্যাচে ৫১ গোল রয়েছে তাঁর ঝুলিতে। পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশাতেও (Legia Wasaw) খেলেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। লেগিয়া ওয়ারশার হয়ে ইউরোপা লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারেও খেলেছেন। চিনের তাইঝু উয়ান্ডায় গত বছর খেলেছিলেন তিনি।

মল্ডেতে ২০১৮ সালে আবারও ফিরে গিয়েছিলেন চিমা। তবে সেখান থেকে চিনের ক্লাবে ফিরে যান তিনি। নরওয়ের ক্লাব মল্ডেতে কোচিং করাতেন ওলে গানার সোলসজায়ের (Ole Gunnar Solskjær)। যিনি বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচ। তাঁর আমলেই তিন বার সে দেশের টপ ডিভিশন লিগ জেতে মল্ডে। এসসি ইস্টবেঙ্গলের ঐতিহ্য নিয়ে ওয়াকিবহাল নাইজেরিয়ান স্ট্রাইকার। লাল-হলুদে সই করে তিনি বলেন, ‘এ রকম ক্লাবে খেলার সুযোগ পাওয়ায় সত্যিই খুব খুশি আমি। এসসি ইস্টবেঙ্গলকে প্রত্যেক ম্যাচে জেতানোর আপ্রাণ চেষ্টা চালাব। নরওয়ের ক্লাবের হয়ে খেতাব জিতেছি। অনেক কোচেদের অধীনেই খেলেছি। সেই অভিজ্ঞতাই এখানে কাজে লাগানোর চেষ্টা করব। লাল-হলুদ জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি। আইএসএল এই মুহূর্তে বিশ্ব ফুটবলে অনেক প্রভাব ফেলছে। এই লিগে খেলার এখনই সেরা সময়।’

এসসি ইস্টবেঙ্গলে প্রথম বিদেশি হিসেবে সই করেন স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির দের্ভিসেভিচ। এরপর অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ার ফ্রাঞ্চো পর্চেকেও সই করায় লাল-হলুদ। আইএসএলের জন্য কোচ হিসেবে মানোলো দিয়াজকে আগেই নিয়োগ করে এসসি ইস্টবেঙ্গল। গত বছর লাল-হলুদ জার্সিতে ঝলকানি দেখিয়েছিলেন ব্রাইট এনোবাখারে। এখন দেখার নাইজেরিয়ার ড্যানিয়েল চিমা লাল-হলুদ জার্সিতে কতটা সাড়া ফেলতে পারেন।

আরও পড়ুন: Virat Kohli: টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছাড়ছেন বিরাট কোহলি