East Bengal: সমর্থকদের আবেগঘন বার্তা ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের
Indian Super League: ইন্ডিয়ান সুপার লিগেও তুলনামূলক ভাবে ভালো সাফল্য পেয়েছিল কার্লেসের টিম। এ বার পরিস্থিতি পুরোপুরি উল্টো। হারের হ্যাটট্রিকের পর দায় নিয়ে পদত্যাগ করেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস। আবেগঘন বার্তা দিলেন সদ্য প্রাক্তন কোচ।
গত মরসুমে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের মুখে দুর্দান্ত সাফল্য দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর কোচিংয়েই দীর্ঘ ১২ বছর পর জাতীয় স্তরে ট্রফির খরা কেটেছিল ইস্টবঙ্গলের। শুধু তাই নয়, টানা ৮টি ডার্বি হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগেও তুলনামূলক ভাবে ভালো সাফল্য পেয়েছিল কার্লেসের টিম। এ বার পরিস্থিতি পুরোপুরি উল্টো। হারের হ্যাটট্রিকের পর দায় নিয়ে পদত্যাগ করেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস। আবেগঘন বার্তা দিলেন সদ্য প্রাক্তন কোচ।
এ বার ডুরান্ড কাপে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। এএফসির টুর্নামেন্টেও ব্যর্থতা। ইন্ডিয়ান সুপার লিগে প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচ ছিল। তৃতীয় ম্যাচে ঘরে ফিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল লাল-হলুদ। তা অবশ্য হয়নি। আইএসএলে হারের হ্যাটট্রিকের পরই গ্যালারি থেকে গো-ব্যাক স্লোগান শুনতে হয়। এমনকি স্টেডিয়াম ছাড়ার সময়ও। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান কার্লেস কুয়াদ্রাত। নতুন কোচ কে হবে তা এখনও ঘোষণা করেনি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। অন্তর্বর্তী দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। তাঁর কোচিংয়ে কাল জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। তার আগেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা কার্লেসের।
ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন কোচ বেশ কিছু মুহূর্তের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমরা একসঙ্গে প্রচুর ভালো মুহূর্ত কাটিয়েছি। ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ। এই ক্লাবের কোচিং করাতে পারাটা আমার কাছে সম্মান এবং গর্বের। সমস্ত ফ্যান, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, প্লেয়ার সকলকে হৃদয় থেকে ভালোবাসা।’ ভারতীয় ফুটবলে নিজের সফর নিয়েও গর্বিত কার্লেস কুয়াদ্রাত।
Thank you @eastbengal_fc for all the special moments we have lived together 🙏🏽 It has been an Honour & Pride to represent such a great Club with such an important Legacy behind
From the very first moment I understood what means to represent a Club with so much History and (1/3) pic.twitter.com/nk3FQYjgvm
— Carles Cuadrat (@CarlesCuadrat) October 3, 2024