East Bengal: বিনিয়োগের জোয়ার আনতে উত্তরের পথে ইস্টবেঙ্গল কর্তারা!
East Bengal Sponsor: কোচ, রিক্রুটিং টিম, ম্যানেজমেন্ট তাঁদের মতো প্ল্যানিং করছে। ক্লাব কর্তারাও তৈরি ইনভেস্টরকে সহযোগিতা করতে। সূত্রের খবর, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় সামনের বছর টিমের বাজেট বাড়াচ্ছে বিনিয়োগকারী সংস্থা ইমামি। একই সঙ্গে ক্লাবও তৈরি কয়েকটি স্পনসর তুলে এনে টিম বাজেটে সাহায্য করতে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্রিকেট টিমকে স্পনসর করছে একটি আলাদা গ্রুপ।
কলকাতা: সামনের বছরের প্ল্যানিং শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এক দিকে, ফুটবলার রিক্রুটের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। অন্য দিকে ক্লাবও সামনের বছরের পরিকল্পনা শুরু করে দিয়েছে জোরকদমে। ডার্বির আগেই কুয়াদ্রাত জানান, আই লিগে খেলা দুই ভারতীয় ফুটবলারকে সামনের মরসুমে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। এ ছাড়া বিদেশি রিক্রুটের কাজেও এখন থেকে নেমে পড়েছে ম্যানেজমেন্ট। সামনের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলবে ইস্টবেঙ্গল। শক্তিশালী দল গড়ার লক্ষ্যে এখন থেকেই ঝাঁপাচ্ছে ম্যানেজমেন্ট। কোচ কুয়াদ্রাতও এ মরসুমের পাশাপাশি সামনের মরসুমের জন্য ঘুঁটি সাজাচ্ছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কোচ, রিক্রুটিং টিম, ম্যানেজমেন্ট তাঁদের মতো প্ল্যানিং করছে। ক্লাব কর্তারাও তৈরি ইনভেস্টরকে সহযোগিতা করতে। সূত্রের খবর, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় সামনের বছর টিমের বাজেট বাড়াচ্ছে বিনিয়োগকারী সংস্থা ইমামি। একই সঙ্গে ক্লাবও তৈরি কয়েকটি স্পনসর তুলে এনে টিম বাজেটে সাহায্য করতে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্রিকেট টিমকে স্পনসর করছে একটি আলাদা গ্রুপ। সামনের মরসুমে এই গ্রুপ ফুটবল টিমে অর্থ ঢাললে অবাক হওয়ার কিছু থাকবে না। রেলের সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থাও অর্থ ঢালতে পারে ইস্টবেঙ্গলের ফুটবল টিমে। একই সঙ্গে আরও কয়েকটি স্পনসর তুলে এনে টিম বাজেট বাড়ানোর লক্ষ্যে ক্লাব। কারণ মোহনবাগান-সহ আইএসএলের অন্যান্য বেশ কয়েকটি দলও বড় বাজেটের। ভালো ফুটবলার নিতে হলে, যথাসাধ্য খরচও করতে হবে।
সূত্রের খবর, সামনের সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। সেখানে ক্লাবের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন কর্তারা। সিনিয়র টিমের পাশাপাশি ইস্টবেঙ্গলের রিজার্ভ, ইউথ টিমও ভালো খেলছে। এ ছাড়া মহিলা দলও আছে। কনসর্টিয়াম স্পনসরশিপে সার্বিক ভাবে ফুটবল দলের লাভ হবে। গত বছর থেকেই ক্রাউড ফান্ডিং চালু করেছে ইস্টবেঙ্গল। তাতে এখনও পর্যন্ত ভালোই সাড়া মিলেছে। শিলিগুড়ি আর জলপাইগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তাও তৈরি হয়েছে। উত্তরবঙ্গের শিল্পপতিরাও আগ্রহী কলকাতার ফুটবল ক্লাবে বিনিয়োগ করতে। উত্তরবঙ্গে ডিল ফাইনাল করে আসতে পারলে ইস্টবেঙ্গলে যে বিনিয়োগের জোয়ার আসবে তা বলার অপেক্ষা রাখে না।