Mohun Bagan, ISL: কুয়াদ্রাতের পর আইএসএলের সূচি নিয়ে চরম বিরক্ত হাবাস
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তিনে রয়েছে সবুজ-মেরুন। ডার্বি ম্যাচে ২-২ ড্র করার পর দুটো ম্যাচে জিতেছে মোহনবাগান। টিমের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনই উজ্জ্বল হয়েছে প্লে-অফের সম্ভানাও। কাল ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ। গোয়ায় গিয়ে গোয়ার বিরুদ্ধে খেলে আসার পর মাত্র একদিনের প্রস্তুতির সুযোগ পেয়েছেন হাবাস। তাতেই সূচি নিয়ে চটেছেন বাগান কোচ।
কলকাতা: দিন কয়েক আগে সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ। ঘনঘন ম্যাচ। রিকভারির সময় নেই হাতে। ঘরে-বাইরে পর পর খেলতে হচ্ছে। টিমের উপর প্রভাব পড়তে বাধ্য। হচ্ছেও তাই। চোটের কবলে পড়ছেন ফুটবলাররা। পরিকল্পনা ঘেঁটে যাচ্ছে কোচের। এ বার কার্লেস কুয়াদ্রাতের পথে হাঁটলেন মোহনবাগান হেডস্যারও। ভারতীয় ফুটবল তাঁর কাছে নতুন নয়। এটিকে, মোহনবাগানের (Mohun Bagan) পাশাপাশি অন্য টিমেও কোচিং করিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চাপও ভালো মনোই জানা। সেই আন্তোনিও হাবাসও (Antonio Lopez Habas) বুঝতে পারছেন, গায়ে-গায়ে সূচির কারণে চাপে পড়তে হচ্ছে টিমকে। তাই লাল-হলুদ কোচের মতো নিজের ক্ষোভ গোপন রাখলেন না হাবাসও। কী বললেন তিনি?
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তিনে রয়েছে সবুজ-মেরুন। ডার্বি ম্যাচে ২-২ ড্র করার পর দুটো ম্যাচে জিতেছে মোহনবাগান। টিমের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনই উজ্জ্বল হয়েছে প্লে-অফের সম্ভানাও। কাল ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ। গোয়ায় গিয়ে গোয়ার বিরুদ্ধে খেলে আসার পর মাত্র একদিনের প্রস্তুতির সুযোগ পেয়েছেন হাবাস। তাতেই সূচি নিয়ে চটেছেন বাগান কোচ। ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ওডিষা। দুইয়ে গোয়া, মোহনবাগানের থেকে ২ পয়েন্ট বেশি। কিন্তু চারে ও পাঁচে রয়েছে কেরালা ব্লাস্টার্স এবং মুম্বই সিটি। তাদের পয়েন্ট যথাক্রমে ২৬ ও ২৫। মোহনবাগান এক-দুটো ম্যাচে খারাপ ফল করলে চাপে পড়ে যাবে টিম।
হাবাস বলে দিচ্ছেন, ‘আইএসএলের সূচি নিয়ে আমি অত্যন্ত বিরক্ত। তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলতে হচ্ছে। তার মধ্যে রয়েছে যাতায়াত। এক এক জায়গাযর আর্দ্রতা এক এক রকম। এমন সূচির কারণে ফুটবলারদের কথা ভাবা হচ্ছে না। এ রকম ভাবে ম্যাচ খেলতে থাকলে ফুটবলারদের চোট তো বাড়বেই। কোনও কোনও দল সাত দিনে মাত্র একটা ম্যাচ খেলছে। আবার কোনও দল সাত দিনে খেলেছে তিনটে ম্যাচ। এ ভাবে চলতে পারে না। অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। এর সঙ্গে রয়েছে পাল্লা দিয়ে খারাপ রেফারিং।’