Euro 2020: ইউরোর ইতিহাসে বাপ-ছেলের কীর্তি

ইউরোয় এনরিকো গোল করেছিলেন ইংল্যান্ডের মাটিতে, লিভারপুলের অ্যানফিল্ডে। ফেডরিকো চিয়েসাও গোল করলেন ইংল্যান্ডের মাটিতে, লন্ডনের ওয়েম্বলিতে।

Euro 2020: ইউরোর ইতিহাসে বাপ-ছেলের কীর্তি
Euro 2020: ইউরোর ইতিহাসে বাপ-ছেলের কীর্তি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 1:07 PM

একেই বলে বাপ কা বেটা। ইউরোর (Euro Cup) ইতিহাসে বাবা-ছেলের কীর্তি দেখল ফুটবলবিশ্ব। স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতালির (Italy) এই দুই ফুটবলারের নাম। এনরিকো চিয়েসা (Enrico Chiesa) আর ফেডরিকো চিয়েসা (Federico Chiesa)।

২৫ বছর আগে ১৯৯৬ ইউরোতে চেক প্রজাতন্ত্রের (Czech Republic) বিরুদ্ধে গোল করেছিলেন এনরিকো চিয়েসা। লিভারপুলের (Liverpool) অ্যানফিল্ডে (Anfield) অনুষ্ঠিত সেই ম্যাচে ১৮ মিনিটে গোল করেছিলেন এনরিকো। যদিও সেই ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে হেরে যায় ইতালি।

তবে ছেলে ফেডরিকো চিয়েসার গোলে অবশ্য জয় পেল আজুরিরা। অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করলেন সুপার সাব ফেডরিকো।

ইউরোর ইতিহাসে অনন্য নজির বাপ-ছেলের। দু’জনের এই কীর্তিতে আরও একটা মিল। ইউরোয় এনরিকো গোল করেছিলেন ইংল্যান্ডের (England) মাটিতে, লিভারপুলের অ্যানফিল্ডে। ফেডরিকো চিয়েসাও গোল করলেন ইংল্যান্ডের মাটিতে, লন্ডনের (London) ওয়েম্বলিতে (Wembley)।

আরও পড়ুন: EURO 2020 : পঞ্চকন্যার থেকে পিছিয়ে রোনাল্ডো!