Copa America 2021: ব্রাজিলে মাঠ বিতর্কের মাঝেই নতুন চেহারায় মারাকানা

কলম্বিয়া, আর্জেন্টিনা সরে যাওয়ায় আচমকাই কোপার আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে সংস্কার চলায় অন্যান্য স্টেডিয়াম ম্যাচ আয়োজনের দায়িত্ব পায়।

Copa America 2021: ব্রাজিলে মাঠ বিতর্কের মাঝেই নতুন চেহারায় মারাকানা
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 1:21 PM

রিও: কোপায় (Copa America) মাঠ বিতর্কের মাঝেই নতুন চেহারায় মারাকানা (Maracana) স্টেডিয়াম। কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মারাকানায়। স্টেডিয়াম সংস্কারের জন্য চলতি টুর্নামেন্টের বাকি আর কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি মারাকানায়। কোপার সাতটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় রিওর নিলটন স্যান্টোস স্টেডিয়াম। কিন্তু সেখানে খেলার পরই মাঠ নিয়ে সমালোচনায় ফেটে পড়েন অধিকাংশ ফুটবলাররা।

কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের পর মাঠ নিয়ে সমালোচনা করে তোপের মুখে পড়েন ব্রাজিলের কোচ তিতে (Tite)। আয়োজকদের নিয়ে প্রশ্ন তোলায় তাঁর আর্থিক জরিমানা করে কনমেবল (Conmebol)।

কলম্বিয়া, আর্জেন্টিনা সরে যাওয়ায় আচমকাই কোপার আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে সংস্কার চলায় অন্যান্য স্টেডিয়াম ম্যাচ আয়োজনের দায়িত্ব পায়। ইকুয়েডরের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামার আগেও মাঠ বিতর্ক নিয়ে মুখ খোলেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, ‘আমি যদি মাঠের বেহাল দশা নিয়ে মুখ খুলি, তাহলে আবার জরিমানা করবে ফাইনালের আগে মারাকানায় খেলা সম্ভব নয়। অতঃপর মাঠ সমস্যা ফের ভোগাবে।’

মাঠ সমস্যায় মুখ খুলেছিলেন নেইমার-মেসিও। চিলির বিরুদ্ধে ড্রয়ের পর আর্জেন্টিনার কোচও মাঠ নিয়ে তোপ দেগেছিলেন। স্কালোনি বলেন, ‘এই মাঠে ফুটবল হয় না। অন্য কিছু হতে পারে।’

কনমেবলের কাছে কুইয়াবার এরিনা প্যান্টানালে কোয়ার্টার ফাইনালের ম্যাচ সরানোর দাবি জানাতে চলেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। গত কোপাতেও ব্রাজিলে মাঠ বিতর্ক তাড়া করেছিল। এ বারও প্রশ্নের মুখে সেই মাঠ সমস্যা।

আরও পড়ুন: Copa America 2021: কোপার সমালোচনা করায় জরিমানা তিতের