FRA vs DEN Match Preview: ড্যানিশ চ্যালেঞ্জ উতরোলেই পরের রাউন্ডে ফ্রান্স, হবে সেয়ানে-সেয়ানে লড়াই

France vs Denmark, FIFA world Cup 2022: কাপ যুদ্ধে টিকে থাকার জন্য তারকা খচিত ফ্রান্সকে কতটা লড়াই দিতে পারেন ড্যানিশরা, সেদিকেই থাকবে চোখ।

FRA vs DEN Match Preview: ড্যানিশ চ্যালেঞ্জ উতরোলেই পরের রাউন্ডে ফ্রান্স, হবে সেয়ানে-সেয়ানে লড়াই
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2022 | 8:34 AM

দোহা: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে কাতার বিশ্বকাপের সূচনা হয়েছে একদম মনের মতো। দলের তারকা মুখগুলি কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরো, আন্তোনিও গ্রিজম্যানরা প্রথম ম্যাচ থেকেই দারুণ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। অথচ এই দলটিই বিশ্বকাপের আগে ও প্রথম ম্যাচ পর্যন্ত চোট আঘাতে ভুগেছে। অস্ট্রেলিয়া ম্যাচের পর ছিটকে গিয়েছেন লুকাস হার্নান্ডেজ। একের পর এক ফুটবলার চোট পেয়ে ছিটকে গেলেও মনোবলে আঘাত লাগেনি দিদিয়ের দেশঁর দেশের। ফুটবল বিশেষজ্ঞদের অনেকে কাতারেও ফ্রান্সকে জয়ের দাবিদার ধরছেন। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের ম্যাচ ডেনমার্কের বিরুদ্ধে। ক্রিশ্চিয়ান এরিকসেনদের বিরুদ্ধেও সহজ জয়ের আশা করছেন ফ্রান্সের সমর্থকরা। এদিন ম্যাচ জিতেই পরের রাউন্ড নিশ্চিত। অন্যদিকে তিউনিশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ডেনমার্কের গোলশূন্য ড্র। ক্রিশ্চিয়ান এরিকসেনদের আজ বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কাতার বিশ্বকাপে টিকে থাকার লড়াই। কাপ যুদ্ধে টিকে থাকার জন্য তারকা খচিত ফ্রান্সকে কতটা লড়াই দিতে পারেন ড্যানিশরা, সেদিকেই থাকবে চোখ।

তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল মোটেও করছেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। উল্টে এরিকসেনদের নিয়ে সামান্য চাপে আছেন তা বুঝিয়ে দিলেন। কোচের কথায়, ডেনমার্ক দলটিকে হালকাভাবে নেওয়া যায় না। কখন যে কী ঘটিয়ে ফেলবে। হালকাভাবে নেওয়ার অর্থ হল নিজেদের ক্ষতি। চলতি বছরেই আমাদের দু’বার হারিয়েছে। তাই ওদের বিরুদ্ধে সতর্ক না হয়ে উপায় নেই। ডেনমার্কের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে খেলেছে ফ্রান্স। ফলে দুই দলের কাছেই প্রতিপক্ষ খুব চেনা। তাই এই ম্যাচে কারও অ্যাডভান্টেজ রয়েছে এমনটা বলা যায় না। ডেনমার্কের বিরুদ্ধে দলের লাইন আপে পরিবর্তন হতে পারে। শনিবাসরীয় স্টেডিয়াম ৯৭৪-এর ম্যাচের আগে ইঙ্গিত দিয়ে রাখলেন দেশঁ।

প্রতিপক্ষ তারকা খচিত হলেও চিন্তার ভাঁজ নেই ড্যানিশ শিবিরে। ফরাসি চ্যালেঞ্জের আগে জানিয়ে দিলেন ডেনমার্কের ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসন। ফ্রান্সকে দেখে তাঁরা মোটেও চাপে নেই। বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করে আছেন তাঁরা।