ATK Mohun Bagan: হারের জ্বালা ভুলে সবুজ মেরুনের নজরে আজ হয়দরাবাদ বধ
Juan Ferrando: গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি এ বার সেভাবে জ্বলে উঠতে পারছে না। ৭ ম্যাচে পাঁচটি জয় পেলেও হায়দরাবাদ গোল করেছে মাত্র ১০টি। গোল খেয়েছে ৬টি। যদিও এ সব পরিসংখ্য়ানে মাথা ঘামাচ্ছেন না সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো।
কলকাতা : হঠাৎ ছন্দপতন কাকেই বা স্বস্তিতে রাখে! আইএসএলে (ISL 2022-23) টানা চার ম্যাচ অপরাজিত ছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-৩ ব্য়বধানে হার। এরই মাঝে আরও বড় ধাক্কা এটিকে মোহনবাগান শিবিরে। গুরুতর চোটে মাঠের বাইরে জনি কাউকো। সম্ভবত এ মরসুমে আর তাঁকে পাওয়া যাবে না। প্রাক্তন দল এফসি গোয়ার কাছে ০-৩ হারের হতাশা। এটিকে মোহনবাগান কোচের নজরে এ বার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে প্রত্যাবর্তন। সেই লক্ষ্যেই যুবভারতীতে নামছে সবুজ মেরুন শিবির। ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। গত আইএসএলে প্লে-অফ সেমিফাইনালেই এটিকে মোহনবাগানকে ছিটকে দিয়েছিল। এটিকে মোহনবাগানের কাছে এটি বদলারও ম্যাচ। গত ম্যাচের অতীত ভুলে নতুন ম্যাচেই নজর সবুজ মেরুনের। কোচ হুয়ান ফেরানো বলছেন, ‘এফসি গোয়ার বিরুদ্ধে ফল ও পারফরম্যান্স নিয়ে সবাই হতাশ। কিন্তু মাঝে কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে। আমাদের সামনে এখন নতুন ম্যাচ, নতুন সুযোগ। এই ম্যাচের জন্য সঠিক প্রস্তুতিই এখন আমাদের লক্ষ্য।’ জনি কাউকোর চোট প্রসঙ্গে হুয়ান বলছেন, ‘আমিও হতাশ। চোট-আঘাত ফুটবলেরই অঙ্গ। গত মরসুমেও তিরি, অভিলাষ, চোট পেয়েছিল। এ বার কাউকো। আমাদের খুবই সমস্যা হয়ে গেল। কারণ, ও আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। এ খানে আমাদের হাতে কেনও নিয়ন্ত্রণ নেই। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতেই হবে। যেটা সবসময়ই বলি, আমাদের দল শক্তিশালী, অনেক দক্ষ ফুটবলার রয়েছে আমাদের শিবিরে। জনিকে ছাড়াও, সঙ্গবদ্ধ হয়ে কাজে লেগে পড়তে হবে।’
গত ম্যাচে হারলেও সম্ভবত অপরিবর্তিত একাদশ নামাতে চলেছেন হুয়ান ফেরান্দো। গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি এ বার সেভাবে জ্বলে উঠতে পারছে না। ৭ ম্যাচে পাঁচটি জয় পেলেও হায়দরাবাদ গোল করেছে মাত্র ১০টি। গোল খেয়েছে ৬টি। যদিও এ সব পরিসংখ্য়ানে মাথা ঘামাচ্ছেন না সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো। বলছেন, ‘ওরা গত কয়েক বছর ধরে একই পরিকল্পনা অনুযায়ী খেলছে। প্রায় একই দল ধরে রেখেছে। ওরা যে পদ্ধতিতে খেলে, তার ওপর ওদের আস্থা রয়েছে। প্রথম মরসুমটা ওদের কাছে বড় পরীক্ষা ছিল। কিন্তু পরের দুই মরসুম ওরা ভাল খেলেছে এবং সাফল্যও পেয়েছে। তবে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। আমার কাছে আমার দলের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’