FIFA World Cup 2022 Live: সৌদির বিরুদ্ধে ২-০ জয় লেওয়ানডস্কিদের
World Cup 2022 Matches Live Score Updates in Bengali: আজ কাতার বিশ্বকাপের সপ্তম দিন। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।
দোহা: দেখতে দেখতে কাতার বিশ্বকাপের এক হপ্তা। চমকে দিয়েছে জাপান, সৌদি আরবের মতো দেশগুলি। সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শক্তিশালী মেক্সিকো। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। কেরিয়ারের শেষ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার প্রবল আশঙ্কা নিয়ে নামবেন লিওনেল মেসি। লুসেইল স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দেশ যে চাপে থাকবে তাতে সন্দেহ নেই। আপামর আর্জেন্টিনা সমর্থকদের চমকে দেওয়া সৌদি আরব অবশ্য জয়ের ধারা বজায় রাখতে পারল না। রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হার সৌদি আরবের। দিনের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ও তিউনিশিয়ার মধ্যে। তিউনিশিয়াকে ১-০ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ডেনমার্কের বিরুদ্ধে আজ মাঠে নামার আগে ফুটছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এদিকে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ হেরে ছিটকে গিয়েছে আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের সপ্তমদিনে এসে কেমন মুড কাতারের? সব আপডেটের জন্য চোখ থাকুক টিভি৯ বাংলার লাইভ পেজে।
LIVE NEWS & UPDATES
-
জিতল পোল্যান্ড, অস্ট্রেলিয়া
- প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ছিল সৌদি আরব।
- গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ড্র করেছিল পোল্যান্ড।
- মরণ বাঁচন ম্যাচে সৌদি আরবকে ২-০ ব্য়বধানে হারাল পোল্যান্ড।
- পিতর সেবাস্তিয়ান জিয়েলস্কির গোলে এগিয়ে যায় পোলিশরা।
- নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে গোল রবার্ট লেওয়ানডস্কির।
- গত ম্যাচে তাঁর পেনাল্টি রুখে দিয়েছিলেন মেক্সিকো গোলরক্ষক ওচোয়া।
- দিনের অন্য আর এক ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারাল অস্ট্রেলিয়া।
- সকারুসের হয়ে একমাত্র গোল মিচেল ডিউকের।
- এরপর ডেনমার্কের বিরুদ্ধে নামতে চলেছে চ্যাম্পিয়ন ফ্রান্স।
- ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচের লাইভ ব্লগের জন্য নজর রাখুন এই লিঙ্কে-
ড্যানিশ চ্যালেঞ্জ উতরে ফ্রান্সের লক্ষ্য শেষ ষোলো, কিছুক্ষণ পরই শুরু ম্যাচ
-
প্রথমার্ধ শেষ
- জিয়েলস্কির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল পোলিশরা।
- প্রথমার্ধে পোল্যান্ডের তিন ফুটবলার হলুদ কার্ড দেখেছেন।
- অন্যদিকে প্রথমার্ধে সৌদি আরবের দুই ফুটবলার হলুদ কার্ড দেখেছেন।
-
-
সৌদির পেনাল্টি সেভ করলেন পোলিশ গোলকিপার
৪৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় সৌদি আরব। দারুণ সেভ করেন পোলিশ গোলকিপার।
-
গোওওললল…
৩৯ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডস্কির পাস থেকে সৌদির বিরুদ্ধে পিতর সেবাস্তিয়ান জিয়েলস্কির গোলে এগিয়ে গেল পোলিশরা।
Poland's first open play goal at the #FIFAWorldCup since 2002! ? pic.twitter.com/QaNa0HXOhK
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
পর পর দুটো হলুদ কার্ড দেখলেন পোল্যান্ডের দুই ফুটবলার
সৌদি আরবের বিরুদ্ধে পর পর দু’টি হলুদ কার্ড দেখলেন পোল্যান্ডের দুই ফুটবলার।
-
-
শুরু পোল্যান্ড-সৌদি ম্যাচ
আজ কাতার বিশ্বকাপের সপ্তম দিন পোল্যান্ড বনাম সৌদি আরবের ম্যাচ শুরু হল।
-
পোল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের লাইন আপ
দেখে নিন আজকের দ্বিতীয় ম্যাচের লাইন আপ
? Team news from the #POL and #KSA camps have dropped!#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
কিছুক্ষণ পর শুরু হবে আজকের দ্বিতীয় ম্যাচ
কাতার বিশ্বকাপে আজকের দ্বিতীয় ম্য়াচ শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে পোল্যান্ড ও সৌদি আরব।
-
১৯৭৪ সালের পর অজিদের প্রথম ক্লিনশিট
১৯৭৪ সালের পর বিশ্বকাপে অজিদের প্রথম ক্লিনশিট।
Australia's first #FIFAWorldCup clean sheet since 1974! ?
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
তিউনিশিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্ট অজিদের
তিউনিশিয়ার বিরুদ্ধে আজ আল জানুব স্টেডিয়ামে নেমেছিল অস্ট্রেলিয়া। ফ্রান্সের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করার পর, আজ ৩ পয়েন্ট পেল অজিরা।
-
হলুদ কার্ড দেখলেন সাসি
৯০+৩ মিনিটে হলুদ কার্ড দেখলেন তিউনিশিয়ার মিডফিল্ডার ফেরজানি সাসি।
-
প্রথমার্ধ শেষ
তিউনিশিয়ার বিরুদ্ধে মিচেলের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল অস্ট্রেলিয়া।
-
বিশ্বকাপ, ফুটবল, আর্জেন্টিনা, দুই দেশের সমর্থক— কেন এই ম্যাচ গুরুত্বপূর্ণ?
আর্জেন্টিনা বনাম মেক্সিকো বরাবরই উত্তেজক লড়াই। বিশ্বকাপ, ফুটবল, আর্জেন্টিনা, দুই দেশের সমর্থক— কেন এই ম্যাচ গুরুত্বপূর্ণ? অনেকগুলো কারণ উঠে আসবে।
পড়ুন বিস্তারিত: FIFA World Cup 2022: আজ কেন ‘ফাইনাল’ খেলতে নামতে হবে মেসিদের? কাতার বিশ্বকাপে টিকে থাকার অঙ্ক কী কী?
-
আজ আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে রেফারিং করবেন কে?
মেক্সিকোর বিরুদ্ধে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছেন লিওনেল মেসিরা। এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের উত্তেজনার কোনও খামতি নেই। এই ম্যাচের প্রতিটি ফুটবলার যেমন নজরে থাকবেন, তেমনই নজরে থাকবেন এই ম্যাচের রেফারিও।
পড়ুন বিস্তারিত: FIFA World Cup 2022: মেক্সিকোর বিরুদ্ধে মেসিদের ম্যাচে রেফারি এক ইলেকট্রিশিয়ান!
-
গোওওওললল..
তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটের মাথায় মিচেল ডিউকের গোলে এগিয়ে গেল অজিরা।
? ???? ?#FIFAWorldCup | #AUS pic.twitter.com/HQxviw1bZe
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
শুরু তিউনিশিয়া-অস্ট্রেলিয়া ম্যাচ
আল জানুব স্টেডিয়ামে তিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বল গড়াল মাঠে।
-
তিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইন আপ
দেখে নিন আজকের প্রথম ম্যাচের প্রথম একাদশ—
? The starting XIs are in!#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
আজকের প্রথম ম্যাচে কাদের সাক্ষাৎ হবে?
কাতার বিশ্বকাপের সপ্তম দিন সাক্ষাৎ হবে তিউনিশিয়া ও অস্ট্রেলিয়ার।
? First game of the day!
Who's ready for #TUN v #AUS?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
হ্যারি কেনরা ড্র করতেই কী করল তাদের সমর্থকরা?
ইংল্যান্ডের হতাশাজনক ড্রয়ের পর কী করলেন থ্রি লায়ন্সের সমর্থকরা?
FIFA World Cup 2022: ইংল্যান্ডের হতাশাজনক ড্র, পাবে গিয়ে ৯০ মিনিটের দুঃখ ভুললেন সমর্থকরা
-
মেক্সিকোর বিরুদ্ধে দেখা যাবে মেসি ম্যাজিক?
আজ গ্রুপ-সি এর ম্যাচে মেসির আর্জেন্টিনা নামবে মেক্সিকোর বিরুদ্ধে। এই ম্য়াচ লা আলবিসেলেস্তেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পড়ুন বিস্তারিত: FIFA World Cup 2022: সৌদি রূপকথা ভুলে মেক্সিকো ম্যাচে মনোযোগ মেসির
-
আজ নজরে যে চার ম্যাচ
আজ কাতার বিশ্বকাপের সপ্তম দিন। দেখে নিন কোন কোন ম্যাচ রয়েছে আজ?
We have your weekend plans right here! ?
Ready for matchday 7?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
-
বিশ্বকাপে মারাদোনা দিবস?
একদিন আগেই দ্বিতীয় মৃত্যুবার্ষকী গিয়েছে দিয়োগো মারাদোনার। ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানিয়ে ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, “প্রতিটি বিশ্বকাপে মারাদোনা দিবস থাকা উচিত।”
পড়ুন বিস্তারিত – Diego Maradona: ‘প্রতিটি বিশ্বকাপে হোক মারাদোনা দিবস’, এমন মন্তব্য কার?
-
ড্যানিশ চ্যালেঞ্জের প্রস্তুতি
প্রস্তুতিতে মগ্ন ফ্রান্স
Les Bleus continuent à récupérer et se préparer pour France-Danemark ?#FiersdetreBleus pic.twitter.com/Ylp7K8Nji6
— Equipe de France ⭐⭐ (@equipedefrance) November 25, 2022
-
মুখোমুখি ফ্রান্স-ডেনমার্ক
চোটে জর্জরিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের দ্বিতীয় ম্যাচ। সামনে ডেনমার্ক।
ড্যানিশ চ্যালেঞ্জ উতরোলেই পরের রাউন্ডে ফ্রান্স, হবে সেয়ানে-সেয়ানে লড়াই
-
আজও চমকে দেবে সৌদি?
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে সৌদি আরব। আত্মবিশ্বাসে ভরপুর দলটির প্রতিপক্ষ আজ রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড। পোলিশদের বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ করতে তৈরি হার্ভে রেনার্ডের দল।
আর্জেন্টিনাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই লেওয়ানডস্কিদের বিরুদ্ধে নামছে সৌদি
-
শনিবারের প্রথম ম্যাচ
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও তিউনিশিয়া। দুই দলই প্রথম জয়ের খোঁজে।
-
কী ঘটল ইংল্যান্ড-আমেরিকা ম্যাচে?
শনি রাতের ইংল্যান্ড-আমেরিকা ম্যাচ দেখেছেন? পুরো প্রতিবেদন পড়ে নিন এখানে–
বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে এ বারও অপরাজিত মার্কিন যুক্তরাষ্ট্র
-
ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের ঝলক
শুক্রবার রাতের ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের ঝলক দেখে নিন আরও একবার।
Buckle up! Group B is a fun one ?
Watch the highlights from today’s match between ??????? England and the ?? United States.#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
Published On - Nov 26,2022 11:04 AM