Oliver Kahn Academy: জার্মান কিংবদন্তির উদ্যোগ, ভারতীয় ফুটবলের উন্নতিতে অ্যাকাডেমি খুললেন অলিভার কান

অলিভার কান অ্যাকাডেমি ভারতে ফুটবল শিক্ষার কেন্দ্রে পরিণত হতে চলেছে। যে কোনও ফুটবল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গোলকিপার। ডিফেন্সের শেষ ভরসা। ভারতে সেই গোলকিপারদেরও আরও দক্ষ করতে চান অলিভার কান। যে কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে গোলকিপার অ্যাকাডেমি গড়ারও ভাবনা রয়েছে তাঁর। জার্মান কিংবদন্তির বিশ্বাস, ভারতে তাঁর অ্যাকাডেমি ফুটবলের উন্নয়নের মডেল হিসেবে কাজ করবে।

Oliver Kahn Academy: জার্মান কিংবদন্তির উদ্যোগ, ভারতীয় ফুটবলের উন্নতিতে অ্যাকাডেমি খুললেন অলিভার কান
কল্যান চৌবের সঙ্গে অলিভার কান। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 5:36 PM

মুম্বই: জার্মান কিংবদন্তি গোলকিপার অলিভার কান (Oliver Kahn) ভারতীয় ফুটবল (Indian Football) সম্পর্কে অবগত। ক্লাব কেরিয়ারে বিদায়ী ম্যাচ খেলেছিলেন কলকাতায়। ফের ভারত সফরে এসেছেন অলিভার কান। এখানকার ফুটবলের উন্নতিসাধনের জন্য নানা উদ্যোগও নিয়েছেন। ভারতীয় ফুটবলের উন্নতিতে আরও চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যে কারণে ভারতে অলিভার কান অ্যাকাডেমি (Oliver Kahn Academy) খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। মহারাষ্ট্র প্রো ১০ এর সঙ্গে যৌথ ভাবে এই উদ্যোগটি বাস্তবায়িক করবেন অলিভার কান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অলিভার কান অ্যাকাডেমি ভারতে ফুটবল শিক্ষার কেন্দ্রে পরিণত হতে চলেছে। যে কোনও ফুটবল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গোলকিপার। ডিফেন্সের শেষ ভরসা। ভারতে সেই গোলকিপারদেরও আরও দক্ষ করতে চান অলিভার কান। যে কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে গোলকিপার অ্যাকাডেমি গড়ারও ভাবনা রয়েছে তাঁর। জার্মান কিংবদন্তির বিশ্বাস, ভারতে তাঁর অ্যাকাডেমি ফুটবলের উন্নয়নের মডেল হিসেবে কাজ করবে। নিজের পরিকল্পনা সম্পর্কে কিংবদন্তি অলিভার কান বলেন, ‘ভারত এমন দেশ যেখানে ফুটবলের দুর্দান্ত সুযোগ রয়েছে। এই দেশের খেলার উন্নতির জন্য সঠিক ফুটবল শিক্ষা, একটি সুশৃঙ্খল পাঠ্যক্রম এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রয়োজন। আমাদের লক্ষ্য হল ভারতকে একটি ভালো খেলার দেশ হিসেবে গড়ে তোলা। এবং আমি নিশ্চিত যে বিশ্ব ফুটবল মঞ্চে উন্নতির সম্ভাবনা রয়েছে ভারতের।’

অলিভার কান অ্যাকাডেমি এবং গোলপ্লের ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সিনিয়র পরামর্শদাতা কৌশিক মৌলিক বলেন, ‘আমরা ভারতে অলিভার কান অ্যাকাডেমি এবং গোলপ্লে অ্যাকাডেমি চালু করতে পেরে গর্বিত। অলিভার কানের অসামান্য অভিজ্ঞতা এবং খেলার জ্ঞানের জন্য আমরা ভারতের তরুণ প্রতিভাদের বিশ্বমানের ফুটবল শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই ভারতীয় ফুটবলে দারুণ প্রভাব ফেলবে। আমরা ভারতকে ‘খেলা দেখার’ দেশ থেকে ‘খেলার দেশে’ রূপান্তরিত করে পরবর্তী স্তরে এগিয়ে দিতে চাই।’