Mohun Bagan: ডার্বির আগেই ভালো খবর মোহনবাগানে, শহরে এলেন হাবাস
Antonio Lopez Habas: সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েই কঠিন ম্যাচে নামতে হচ্ছে হাবাসকে। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও গ্রুপ লিগের দুটো ম্যাচ জিতেছে। ফলে কলকাতার দুই বড় টিমের পয়েন্ট সমান। এমনকি গোল পার্থক্য দুই টিমের সমান। মোহনবাগান ৪ গোল দিয়েছে। খেয়েছে ২ গোল। ইস্টবেঙ্গল সেখানে দিয়েছে ৫ গোল, খেয়েছে ২ গোল। ঠিক এখানেই খানিকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
কলকাতা: অপেক্ষা ছিল, কবে আসবেন। বড় ম্যাচের তিনদিন আগে কলকাতা এসে গেলেন আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। মঙ্গলবার টিমের সঙ্গে তিনি যোগ দেবেন, এমনই জানা যাচ্ছে। কলিঙ্গ সুপার কাপের ডার্বি শুক্রবার। তার আগে টিমের সঙ্গে হাবাসের যোগ দেওয়া নিশ্চিত ভাবেই মনোবল বাড়াবে। আইএসএলে পর পর তিনটে ম্যাচে হারের ধাক্কায় কোচ হুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়া হয়েছিল। হাবাস মোহনবাগান (Mohun Bagan) টিমের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মরসুমের শুরুতেই যোগ দিয়েছিলেন। ফেরান্দোকে সরানোর পর তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাগানের। এমনও শোনা যাচ্ছে, হাবাস নাকি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। নতুন কাউকে সবুজ মেরুনের কোচ হিসেবে খুব শিগগিরিই দেখা যেতে পারে।
কার্যত কোচ ছাড়াই সবুজ-মেরুন সুপার কাপের প্রথম দুটো ম্যাচ খেলেছে। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা টিম সামলেছেন। প্রথম ম্যাচে শ্রীনিদি ডেকানকে ২-১ হারিয়েছিল টিম। পরের ম্যাচে হায়দরাবাদ এফসিকে একই স্কোরলাইনে হারিয়েছে। পর পর দুটো ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে টিমের। হাবাস যোগ দিলে ডার্বির ছকও সাজিয়ে নিতে পারবেন। সুপার কাপের এই গ্রুপ নিশ্চিত ভাবে কঠিন। গ্রুপ থেকে একটিই টিম যাবে সেমিফাইনালে। মোহনবাগানের কাছে ডার্বি যে কারণে খুব গুরুত্বপূর্ণ। হাবাস কলকাতায় সবে পা দিলেও টিমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ক্লিফোর্ডের সঙ্গে নিয়মিত কথা বলেছেন ফোনে। টিমের শক্তি, দুর্বলতা ভালোই জানেন তিনি।
সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েই কঠিন ম্যাচে নামতে হচ্ছে হাবাসকে। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও গ্রুপ লিগের দুটো ম্যাচ জিতেছে। ফলে কলকাতার দুই বড় টিমের পয়েন্ট সমান। এমনকি গোল পার্থক্য দুই টিমের সমান। মোহনবাগান ৪ গোল দিয়েছে। খেয়েছে ২ গোল। ইস্টবেঙ্গল সেখানে দিয়েছে ৫ গোল, খেয়েছে ২ গোল। ঠিক এখানেই খানিকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলে গোল দেওয়া দেখা হয়। সে দিক থেকে ইস্টবেঙ্গল এগিয়ে। ডার্বিতে যদি ড্র করতে পারে কার্লেস কুয়াদ্রাতের টিম, তা হলে সুপার কাপের সেমিতে পা দেবে। সেখানে মোহনবাগানকে জিততেই হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ডার্বির উত্তাপ ভালো বোঝেন হাবাস। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টিমকে জয় এনে দিতে চান স্প্যানিশ কোচ। তা দিতে পারলে কিন্তু হাবাস আবার নায়ক হয়ে যাবেন সবুজ মেরুনে। সে লক্ষ্য নিয়েই ওডিশা যাচ্ছেন হাবাস।