FIFA World Cup 2022: ভ্যান গালের প্রেস মিটে বিরল দৃশ্য! কী করলেন ডাচ কোচ?
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসকে জেতানোর দায়িত্ব নিয়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেনেগালকে ২-০ হারিয়েছেন ডাচরা। এই সাফল্যের পরই সাংবাদিক সম্মেলনে দেখা গেল এক বিরল দৃশ্য।
দোহা: ফুটবল জগৎে তাঁর পরিচিতি বহুদিনের। খেতাবে পরিপূর্ণ নেদারল্যান্ডসের (Netherland) কোচ লুই ভ্যান গালের (Luis Van Gal) ঝুলি। সম্প্রতি দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি। তবে কাতার বিশ্বকাপে (World Cup) নেদারল্যান্ডসকে জেতানোর দায়িত্ব নিয়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেনেগালকে (Senegal) ২-০ গোলে পরাজিত করেছে তাঁর টিম। ডাচদের এই সাফল্যের পরে সাংবাদিক সম্মেলনে দেখা গেল এক বিরল দৃশ্য। এক তরুন সাংবাদিককে আলিঙ্গন করেন আপ্লুত কোচ লুই ভ্যান গাল। সে দিন কী ঘটেছিল ওই সাংবাদিক সম্মেলনে? তুলে ধরল TV9 Bangla।
ম্যাচ পর নিয়মমাফিক সাংবাদিকদের মুখোমুখি হন নেদারল্যান্ডস কোচ। সেখানেই এক তরুন সাংবাদিক কোচের উদ্দেশে বলেন, “আমার আলাদা কোনও প্রশ্ন নেই। আমি শুধু এটুকুই বলতে চাই, আমি আপনার বড় অনুরাগী।” সাংবাদিকের ওই কথা শুনে কোচ এতটাই খুশি হয়ে যান যে প্রথমেই ওই সাংবাদিককে ধন্যবাদ জানান। এবং বলেন, “এটা খুবই মিষ্টি একটি ব্যাপার। সচরাচর এমনটা দেখা যায় না। আমি তোমাকে আলিঙ্গন করতে চাই।” এরপরই নিজের জায়গা থেকে উঠে এসে জড়িয়ে ধরেন ওই সাংবাদিককে। পরেও কথা রাখেন তিনি সাংবাদিক সম্মেলন শেষে ওই সাংবাদিকের খোঁজ করেন। সহকর্মীদের সঙ্গে ওই সাংবাদিকের পরিচয়ও করিয়ে দেন।
ফুটবল ইতিহাসে লুই ভ্যান গালের প্রচুর অবদান। তিন দফায় নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হয়েছেন। আয়াক্সের হয়ে জিতেছেন লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ ক্লাব পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক ট্রফি। ছিলেন বার্সেলোনার কোচও। এজেড আলকমারের মতো অনামী ক্লাবকে ডাচ লিগ জিতিয়ে চমকে দিয়েছিলেন। বায়ার্ন মিউনিখ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্বেও দেখা গিয়েছে তাঁকে। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে তৃতীয় করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নেদারল্যান্ডসের অন্যতম প্রভাবশালী ফুটবল-ব্যক্তিত্ব মনে করা হয় তাঁকে। গত ইউরোতে প্রত্যাশিত সাফল্য না পাওয়া নেদারল্যান্ডস আবারও এই কোচের হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে। কাতার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন অভিজ্ঞ কোচ লুই ভ্যান গাল। তাঁর মতে, সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া ডাচ দলটির চেয়ে বর্তমান দলের খেলোয়াড়দের গড় মান ভালো। তাই আত্মবিশ্বাসী তিনি। সম্প্রতি কোচ জানিয়েছেন, প্রস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। এর মধ্যে নাকি ২৫ বার রেডিয়েশন থেরাপিও নেওয়া হয়ে গেছে তাঁর! তবে অসুস্থতার সঙ্গে আপোষ করতে চান না। তিনি তাই দায়িত্ব কাঁধে নিয়ে নেমে পড়ছেন ময়দানে।