Lionel Messi: চ্যাম্পিয়ন্স লিগে চোট কাটিয়ে ফিরতে পারেন মেসি
তবে মেসির পিএসজি সফর নিয়ে কথা যে ধীরে ধীরে শুরু হতে চলেছে তা বলাই বাহুল্য। মাঠে কবে ফিরবেন? কবে ছন্দে ফিরবেন? কবে গোল করবেন? রোনাল্ডো মাঠে নেমে গোল করেছেন। তাঁর ভক্তরা মেসি ভক্তদের ব্যঙ্গ করছেন। সেই জবাব মেসি কবে দেবেন?
প্যারিস: অনেক প্রত্যাশা নিয়ে বার্সেলোনা (Barcelona) থেকে তাঁকে প্যারিস সাঁ জাঁয় (PSG) নিয়ে এসেছিলেন কর্তা। কিন্ত এখনও মেসির (Messi) সেরা ফর্ম দেখতে পাওয়া যাচ্ছে না। প্রি সিজনের জন্য শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলেননি। মাঠে ফিরে আবার চোটের ধাক্কা। শনিবার রাতে লিগ ওয়ানের (Ligue 1) ম্যাচে খেলেননি। ক্লাব কর্তাদের আশা মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে মাঠে নামবেন লিও।
শুক্রবার পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছিলেন, অনুশীলন শুরু করেছেন লিও। কিন্তু ম্যাচ খেলার মত পরিস্থিতি তৈরি হয়নি। বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন লিও। গত সপ্তাহে এমআরআই রিপোর্ট দেখে তাঁকে বিশ্রামে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আজ মেসির চোটের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। সেই রিপোর্ট যদি ঠাক থাকে তাহলে মঙ্গলবার তাঁর প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলার বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। পিএসজি কোচ জানিয়েছেন, “আশাকরি রবিবার মেসিকে নিয়ে কিছু পজিটিভ রিপোর্ট দিতে পারব। সব ঠিক থাকলে রবিবার থেকে পুরো দমে অনুশীলন শুরু করতে পারবে লিও। আশা করছি ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ও মাঠে নামতে পারবে।”
মেসি ও রোনাল্ডোর দল বদল পর্বে চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। কারণ মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর রোনাল্ডের ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। তাই সবাই ধরে নিয়েছিলন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দেখা হবে দুই তারকার। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। সিটিতে না গিয়ে রোনাল্ডো (Ronaldo) নাম লিখিয়েছেন নিজের পুরনো ক্লাবে। তাই পিএসজি ম্যাঞ্চসেটার সিটি ম্যাচ নিয়ে সেই উন্মাদনা নেই। তাই মেসি মঙ্গলবার রাতে না খেলতে পারলেও বিরাট কিছু ডামাডোল হবে না।
তবে মেসির পিএসজি সফর নিয়ে কথা যে ধীরে ধীরে শুরু হতে চলেছে তা বলাই বাহুল্য। মাঠে কবে ফিরবেন? কবে ছন্দে ফিরবেন? কবে গোল করবেন? রোনাল্ডো মাঠে নেমে গোল করেছেন। তাঁর ভক্তরা মেসি ভক্তদের ব্যঙ্গ করছেন। সেই জবাব মেসি কবে দেবেন?
আরও পড়ুন: EPL 2021-22: চেলসিকে হারিয়ে বদলা সিটির, অ্যাস্টন ভিলার কাছে হার রোনাল্ডোদের