সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে স্টিমাচের
স্টিমাচের কোচিংয়ে ভারতের রেকর্ড খুব একটা আহামরী নয়। আরব আমিরশাহির বিরুদ্ধে ০-৬ হারের লজ্জাও আছে। তবে ক্রোয়েশিয়ানের হাত ধরে অনেক নতুন মুখ উঠে এসেছে। যা পজিটিভ দিক হিসেবেই ধরছেন ফেডারেশন কর্তারা।
নয়াদিল্লি: ভারতীয় টিমের কোচ ইগর স্টিমাচের (Igor Stimac) আগামী সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে। ২০২৩ সালের এশিয়ান কাপের (2023 AFC Asian Cup) টিকিট পেতে সেপ্টেম্বরে প্লে-অফ খেলতে হতে পারে সুনীল ছেত্রীদের। যে কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) টেকনিক্যাল কমিটি তাঁর মেয়াদ বাড়ানোর কথা ভাবছে।
২০১৯ সালে ভারতের কোচ (India football coach) হয়েছিলেন প্রাক্তন ক্রোয়েশিয়ান ফুটবলার। মে মাসে দু’বছরের মেয়াদ শেষ হতে চলেছে। শুক্রবার এআইএফএফের টেকনিক্যাল কমিটি এ নিয়ে বৈঠকে বসবে। সেখানেই ঠিক হবে স্টিমাচের ভাগ্য। ফেডারেশনের এক কর্তা বলছেন, ‘শুক্রবার টেকনিক্যাল কমিটির সভা। ওখানেই স্টিমাচকে নিয়ে আলোচনা হবে। সব কিছু ঠিকঠাক থাতলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে ভারতীয় কোচের।
স্টিমাচের কোচিংয়ে ভারতের রেকর্ড খুব একটা আহামরী নয়। আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ০-৬ হারের লজ্জাও আছে। তবে ক্রোয়েশিয়ানের হাত ধরে অনেক নতুন মুখ উঠে এসেছে। যা পজিটিভ দিক হিসেবেই ধরছেন ফেডারেশন কর্তারা।
শ্যাম থাপার নেতৃত্বে টেকনিক্যাল কমিটির সভায় একই সঙ্গে মেয়েদের এশিয়া কাপ নিয়েও আলোচনা করা হবে। যা আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সেই সঙ্গে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে।
আরও পড়ুন: কাউন্টিতে মানকড় আউট করে বিপাকে পড়েছিলেন কার্তিক