AFC Asian Cup Qualifiers 2022: জাতীয় সঙ্গীতে বিপত্তির জেরে ম্যাচ শুরুতে বিঘ্ন, মুখ পুড়ল ফেডারেশনের
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়ে দুই দলের ফুটবলাররা। সাধারণত আগে অ্যাওয়ে দলের জাতীয় সঙ্গীত বাজে। কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজার কথা অ্যানাউন্সও হল। বাজল 'জন গণ মন'...মাঠে উপস্থিত দর্শক, ফুটবলাররা অবাক হয়ে যান। এখানেই শেষ নয়।
কলকাতা: ভারত-কম্বোডিয়া (India vs Cambodia) ম্যাচ ঘিরে ঘটনার ঘনঘটা। ম্যাচ শুরুর আগেই তৈরি হয় বিতর্ক। মাঠে দল না নামানোর হুমকি দিয়ে রাখে কম্বোডিয়া। শেষ পর্যন্ত বরফ গললেও, মাঠে নামতে ফের বিপত্তি। যুবভারতীতে যা ঘটল, তাতে মুখ পুড়ল ফেডারেশনের। ম্যাচই শুরু হল নির্ধারিত সময়ের ৫ মিনিট পর। ৫০ হাজারের যুবভারতী দেখল লজ্জা। বিশ্বের দরবারে মাথা নত হল ফেডারেশনের। এএফসির (AFC Asian Cup) টুর্নামেন্টের মতো আসরে এমন ঘটনা নিংসন্দেহে নিন্দনীয়। প্রফুল প্যাটেলের পুরো কমিটিকে আগেই সাসপেন্ড করেছে দেশের শীর্ষ আদালত। তিন সদস্যের প্রশাসনিক কমিটি এখন দিল্লিতে। ফেডারেশনেরর টুর্নামেন্ট কমিটি এখন ম্যাচ আয়োজনের দায়িত্বে। স্থানীয় সংস্থা আইএফএ-র সঙ্গেও ঠিক ঠাক যোগাযোগ করছে না। ফল যা হওয়ার তাই-ই হল।
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়ে দুই দলের ফুটবলাররা। সাধারণত আগে অ্যাওয়ে দলের জাতীয় সঙ্গীত বাজে। কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজার কথা অ্যানাউন্সও হল। বাজল ‘জন গণ মন’…মাঠে উপস্থিত দর্শক, ফুটবলাররা অবাক হয়ে যান। এখানেই শেষ নয়। ভারতের জাতীয় সঙ্গীত বাজার পর কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত বাজার জন্য এ বার অপেক্ষা। সেই অপেক্ষা ক্রমশ দীর্ঘ হতে থাকল। সেকেন্ড পেরিয়ে মিনিট, অবশেষে ৫ মিনিট পর বাজল কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত। তাও সেটা কোনওরকমে ম্যানেজ করা হল। ইউটিউব থেকে কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত সার্চ করা হল। তারপর সেটাকে মাইকের সামনে ধরা হল। পাড়ার অনুষ্ঠানে ঠিক যেমনটা হয়ে থাকে। পুরো বিষয়টাই দেখলেন এএফসির ম্যাচ কমিশনার। ঠিক কি কারণে তার সদুত্তর এখনও মেলেনি। তবে যেটা হল, সেটা লজ্জার হয়ে থাকল।
এ দিকে ম্যাচ শুরুর আগেই মাঠে না নামার হুঙ্কার দেয় কম্বোডিয়া। কলকাতা পা দেওয়ার পর থেকেই হোটেল থেকে শুরু করে খাবার, যাতায়ত, ট্রেনিং নিয়ে বিস্তর ক্ষোভ তৈরি হয় কম্বোডিয়া ফুটবল টিমে। সবচেয়ে বড় ইস্যু হয়ে ওঠে কম্বোডিয়ার জাতীয় পতাকায় ত্রুটি থাকা। জাতীয় পতাকার যে ডিজাইন পাঠানো হয়েছিল, তা মানা হয়নি। ফলে কম্বোডিয়ার জাতীয় পতাকা বদলে গিয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ কম্বোডিয়া ফুটবল ফেডারেশনে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তড়িঘড়ি আসরে নামে এএফসি। টুর্নামেন্ট ডিরেক্টর মঙ্গিল শিন চিঠি পাঠিয়ে শান্ত করার চেষ্টা করেছেন কম্বোডিয়াকে। তাতে লেখা হয়েছে, কম্বোডিয়ার যে ফ্ল্যাগ তুলে ধরা হয়েছে টুর্নামেন্টে, তার ডিজাইন ও রং ভুল হওয়ায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তবে জায়ান্ট স্ক্রিনে ফ্ল্যাগ সংক্রান্ত কোনও ত্রুটি থাকবে না।