
কলকাতা: এএফসি এশিয়া কাপের জন্য প্রাথমিক ভাবে ৫০ জনের টিম ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এর মধ্যে চূড়ান্ত দল বেছে নেওয়ার কথা ছিল। ভারতীয় শিবিরে আগেই ধাক্কা লেগেছে। চোটের জন্য প্রাথমিক দলেও ছিলেন না তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। তাঁকে ছাড়াই এএফসি এশিয়ান কাপে খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে। বড় এই টুর্নামেন্টের জন্য ইগর স্টিমাচের কোচিং টিমে যোগ করা হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপারকেও। এ বার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড বেছে নিলেন ইগর স্টিমাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দোহায় এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত বছর কাতার বিশ্বকাপে খেলেছিল অস্ট্রেলিয়া। কঠিন লড়াই দিয়ে ভারতের সফর শুরু হচ্ছে। ১৩ জানুয়ারি গ্রুপ বি-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। ১৮ জানুয়ারি ভারতের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ সিরিয়া। দল ঘোষণার পর হেড কোচ ইগর স্টিমাচ বলেন, ‘ফুটবল দক্ষতার দিক থেকে দলের সকলেই সমান। আমরা একটা টিম, পরিবারও। তবে শুধু প্রতিভা, দক্ষতা দিয়ে হয় না। সকলে মিলে মরিয়া চেষ্টা না করলে সাফল্য পাওয়া সম্ভব নয়।’
দলের কোন বিষয়গুলোতে নজর দিতে চান ইগর স্টিমাচ? ভারতের হেড কোচ বলছেন, ‘আমাদের মূল নজর থাকবে ডিফেন্সের দিকে। পাশাপাশি সেট পিসের ওপর বাড়তি জোর দিতে হবে। বক্সের মধ্যে ম্যান মার্কিংয়ের দিক থেকেও আমাদের অনেক পরিশ্রম করতে হবে। গত কয়েক ম্যাচে বক্সের মধ্যে এরকম কিছু ভুলের জন্য আমরা গোল খেয়েছি। সেই ভুল কমাতে হবে।’ ডিফেন্স এবং সেটপিসে জোর দিতেই স্টিমাচের কোচিং টিমে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপার ট্রেভর সিনক্লেয়ারকে।
এএফসি এশিয়ান কাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল:
গোলকিপার- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ,
ডিফেন্ডার-আকাশ মিশ্র, লালচুননুনগা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, সুভাশিস বোস,
মিডফিল্ডার-অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাবিয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং, উদান্ত সিং,
ফরোয়ার্ড-ঈশান পন্ডিতা, লালিনজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং