Indian Football: ডার্বি দেখে হতাশ জাতীয় দলের কোচ, ১৬ দলের আইএসএল চান

Kolkata Derby: আই লিগের অবস্থা দেখেও হতাশ ভারতীয় দলের কোচ। সেখানের কোনও ফুটবলারই নজর কাড়েনি স্টিমাচের। বললেন, 'জবি জাস্টিন তো আই লিগে ভালো খেলেছিল। আইএসএলে এসে তো সুযোগই পেল না‌। আই লিগ আর আইএসএলের মানের অনেক তফাৎ।'

Indian Football: ডার্বি দেখে হতাশ জাতীয় দলের কোচ, ১৬ দলের আইএসএল চান
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 1:10 AM

কলকাতা: এত ফাঁকা ডার্বি শেষ কবে দেখেছে ময়দান? মোহনবাগান গ্যালারি যাও বা ভরল, ইস্টবেঙ্গল গ্যালারির অধিকাংশই ফাঁকা। সোশ্যাল নেটওয়ার্কে একদল সমর্থকের ‘বয়কট ইস্টবেঙ্গল’-র ডাকে যে সাড়া মিলল তা বলাই যায়। এ রকম ডার্বি দেখে কিছুটা অবাক ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচও। ডার্বি দেখেও মন ভরল না জাতীয় দলের কোচের। এই দল থেকে কি আদৌ কোনও নতুন মুখকে জাতীয় দলে ডাকবেন স্টিমাচ? ভারতীয় দলের কোচ যে ভাবে ঘাড় নাড়লেন তাতে বোঝা গেল পুরোপুরি হতাশ তিনি। তবে এই মরসুম ইস্টবেঙ্গলের নাওরেম মহেশের খেলা ভালো লেগেছে স্টিমাচের। তবে জাতীয় দলে ডাক পেতে হয়তো আরও একটু সময় অপেক্ষা করতে হবে তাঁকে। বিস্তারিত TV9Bangla-য়।

মার্চে মণিপুরে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল। ১৪ তারিখ কলকাতায় দিন সাতেকের আবাসিক শিবির করবে ব্লু টাইগার্স। রাজারহাটের এক্সিলেন্স সেন্টারে অনুশীলন করবে ভারতীয় দল। এ বারের আইএসএলে সে রকম ফর্মে দেখা যায়নি সুনীল ছেত্রীকে। যদিও তা নিয়ে চিন্তিত নন স্টিমাচ।

এ বছর ডুরান্ড কাপ হওয়ায় অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ফুটবলাররা। তবে স্টিমাচ মনে করেন আরও বেশি ম্যাচ খেলা উচিত। তিনি বলেন, ‘একটা মরসুমে একজন ফুটবলারের অন্তত ৪০টা ম্যাচ খেলা উচিত। যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন ফুটবলাররা, তত বেশি উন্নতি করবে। সুপার কাপ, ডুরান্ডের মতো টুর্নামেন্ট অবশ্যই কাজে দিচ্ছে।’ একই সঙ্গে ভারতীয় দলের কোচ মনে করেন ১৬ দলের আইএসএল হওয়া উচিত। প্রতিযোগিতামূলক ম্যাচ যত বাড়বে, তত ফুটবলাররাও উন্নতি করার সুযোগ পাবে মনে করেন স্টিমাচ।

আই লিগের অবস্থা দেখেও হতাশ ভারতীয় দলের কোচ। সেখানের কোনও ফুটবলারই নজর কাড়েনি স্টিমাচের। বললেন, ‘জবি জাস্টিন তো আই লিগে ভালো খেলেছিল। আইএসএলে এসে তো সুযোগই পেল না‌। আই লিগ আর আইএসএলের মানের অনেক তফাৎ।’