Mohun Bagan: ঘরের মাঠেও মোহনবাগানের কাছে টিকতেই পারল না নর্থ ইস্ট
Mohun Bagan vs NorthEast United FC: মোলিনা সেটা প্রথম একাদশ বাছাইয়েও বারবার বুঝিয়ে দিয়েছেন। দলে জায়গা ধরে রাখার সুস্থ একটা লড়াই। আর এতে লাভ হচ্ছে টিমেরই। আইএসএলে গত মরসুমের লিগ শিল্ড জয়ী মোহনবাগান এ বারও পয়েন্ট টেবলে শীর্ষে।
ইন্ডিয়ান সুপার লিগে শুরুর দিকে ধারাবাহিকতা নিয়ে কিছুটা অস্বস্তি ছিল মোহনবাগানের। ধীরে ধীরে দলটাকে গুছিয়ে নিয়েছেন হোসে মোলিনা। দল আগে, এই বার্তাটা জোরালো ভাবেই দিয়েছিলেন প্লেয়ারদের। কোন ম্যাচে কে নেই, সে সব নিয়ে ভাবতে নারাজ। কেউ দলের ঊর্ধ্বে নয়, মোলিনা সেটা প্রথম একাদশ বাছাইয়েও বারবার বুঝিয়ে দিয়েছেন। দলে জায়গা ধরে রাখার সুস্থ একটা লড়াই। আর এতে লাভ হচ্ছে টিমেরই। আইএসএলে গত মরসুমের লিগ শিল্ড জয়ী মোহনবাগান এ বারও পয়েন্ট টেবলে শীর্ষে। এ দিন অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়।
এ মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেড দুর্দান্ত ছন্দে রয়েছে। মরসুমের শুরুতে ডুরান্ড কাপ জিতেছে তারা। এরপর আত্মবিশ্বাস আরও বেড়েছিল। আইসএলেও পয়েন্ট টেবলে প্রথম ছয়ে রয়েছে তারা। ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড বরাবরই ভয়ঙ্কর। তবে মোহনবাগানের কাছে টিকতে পারল না। এ বারের আইএসএলে দশম ম্যাচে সপ্তম জয় ছিনিয়ে নিল মোহনবাগান। বেঙ্গালুরু এফসির সঙ্গে পয়েন্ট একই হলেও এক ম্যাচ কম খেলে গোলপার্থক্যে শীর্ষে রয়েছে মোহনবাগান।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধে কার্যত প্রতিপক্ষকে মেপে নেওয়ার কাজ করে সবুজ মেরুন শিবির। আর দ্বিতীয়ার্ধে মুগ্ধকর দুটি গোল। ম্যাচের ৬৫ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং। তাঁর বাঁ পায়ের অনবদ্য শট। প্রতিপক্ষ গোলকিপার শরীর ছুড়ে দিলেও বল অবধি পৌঁছতে ব্যর্থ। তার ৬ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল। মনবীরের বাঁ পায়ের শট দেখা গিয়েছিল, লিস্টন কোলাসোর ডান দিকের। বক্সের কোনায় প্রতিপক্ষ ডিফেন্ডারের সামনে থেকেই গোলে শট নেন লিস্টন। তাঁর মাপা শট, গোলকিপার নড়েচড়ে ওঠার আগেই জালে। ১৪ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে সবুজ মেরুন।