ISL Final 2020: কে পাবেন আইএসএলের সোনার বুট?
আইএসএলের মেগা ফাইনাল (ISL Final 2020)। আর কিছুক্ষণের মধ্যে ফতোরদা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএল ২০২০-২১ মরসুমে সব থেকে বেশি গোল করবেন যিনি, তিনি পাবেন সোনার বুট (ISL Golden Boot)। আর এই সোনার বুটের দৌড়ে আছেন ৫ তারকা ফুটবলার। এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণার কাছে রয়েছে সোনার বুট জেতার সুবর্ণ সুযোগ। ফাইনালের আগে পর্যন্ত কৃষ্ণার ঝুলিতে রয়েছে ১৪ গোল। এফসি গোয়ার ইগর অ্যাঙ্গুলোর নামের পাশেও ১৪ গোল। ফাইনালে একটা গোল করতে পারলেই কৃষ্ণা পেয়ে যাবেন এই সোনার বুট।
Most Read Stories