FIFA World Cup: হেনস্থার অভিযোগ তুললেন বিশ্বকাপের ‘লাস্যময়ী ফ্যান’ ইভানা

Ivana Knöll: ফুটবল সমর্থকরা তাঁকে ঘিরে আনন্দে আত্মহারা হলেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে অনবরত সমস্যা চলছে তাঁর। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন ইভানা। এ বার হেনস্তার অভিযোগ তুললেন ক্রোয়েশিয়ার এই মডেল।

FIFA World Cup: হেনস্থার অভিযোগ তুললেন বিশ্বকাপের 'লাস্যময়ী ফ্যান' ইভানা
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 10:01 PM

দোহা : কাতার বিশ্বকাপ শেষ পর্যায়ে। বাকি আর মাত্র চারটি ম্য়াচ। দুটি সেমিফাইনাল, ফাইনাল এবং একটি তৃতীয় স্থানাধিকারী ম্য়াচ। তবে বিতর্কের শেষ নেই। টুর্নামেন্টের শুরু থেকেই খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে শিরোনামে কাতার। এ বার সমর্থকের হেনস্তা নিয়ে শিরোনামে কাতার। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। জোরকদমে চলছে প্রস্তুতি। মাঠে লুকা মদ্রিচ, আন্দ্রে ক্রামারিচ, ডমিনিক লিভোকোভিচরা অনবদ্য পারফরম্যান্সে নজর কেড়েছেন। টানা দ্বিতীয় বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। গত বারের রানার্সও তারা। এ বার আরও বড় লক্ষ্যেই এগিয়ে চলেছে ক্রোয়েশিয়া। মাঠের পারফরম্যান্সে মদ্রিচরা যেমন শিরোনামে তেমনই মাঠের বাইরে ইভানা নল। কী দাবি ইভানার! তুলে ধরল TV9Bangla

ক্রোয়েশিয়ার মডেল ইভানা নলকে নিয়ে শিরোনামে কাতার। বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে তাঁকে সামনে পেলে ছবি তোলার লাইন লাগছে। গ্য়ালারি মাতিয়ে রাখছেন ইভানা। তাঁকেই হেনস্থার অভিযোগ উঠল এ বার। কাতারে পোশাকবিধি থাকলেও ইভানা নল অবশ্য সে সবের ধার ধারেননি। তাঁকে খোলামেলা পোশাকেই দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ইভানা। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ২.৩ মিলিয়নের বেশি। বিশ্বকাপে যেখানেই পা রাখছেন, তাঁকে ঘিরে থাকছে বিশাল ভিড়। তেমনই একটা ভিড়ের ভিডিয়ো ইন্সটাগ্রামে পোস্ট করে ইভানা দোহার সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ফুটবল সমর্থকরা তাঁকে ঘিরে আনন্দে আত্মহারা হলেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে অনবরত সমস্যা চলছে তাঁর। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন ইভানা। এ বার হেনস্তার অভিযোগ তুললেন ক্রোয়েশিয়ার এই মডেল। জার্মানিং সংবাদমাধ্যমে ইভানা নল দাবি করেছেন, ‘আমার সঙ্গে ছবি তুলতে দেওয়া হয়নি সমর্থকদের। নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছিলেন। এর পরই ওদের জিজ্ঞাসা করি, আমার সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করা হচ্ছে।’ ইভানা প্রত্য়াশা করছেন, ক্রোয়েশিয়া এ বারও ফাইনালে উঠবে এবং প্রথম বার ট্রফিও জিতবে। ক্রোয়েশিয়ান মডেল এবং সমর্থক ইভানাও যে মাঠে থেকে দলের জন্য় গলা ফাটাবেন, এ বিষয়ে সন্দেহ নেই।