মোহনবাগান ক্লাবে এসে নস্টালজিক ভিকুনা
বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই মোহনবাগান (Mohun Bagan club) তাঁবুতে হাজির হন গত বছরের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। গোয়া থেকে বুধবার রাতেই ঝটিকা সফরে কলকাতায় (Kolkata) এসেছেন সস্ত্রীক ভিকুনা। বিকেলেই প্রিয় ক্লাবে হাজির তিনি। ক্লাবে এসে কথা বলেন ক্লাব কর্তা আর তার প্রাক্তন সহকারি রঞ্জন চৌধুরীর সঙ্গে। কলকাতা থেকে মালদ্বীপ বেড়াতে যাবেন স্প্যানিশ কোচ।
Most Read Stories