লা লিগায় সেকেন্ড বয় মেসিরা
লা লিগায় (La Liga) শনিবার সেভিয়াকে (Sevilla) ২-০ হারাল বার্সেলোনা (Barcelona)। এই ম্যাচে জিতে লা-লিগার তালিকার দু'নম্বরে উঠে এল রোনাল্ড কোমানের দল। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্টে কাতালান ক্লাব। গোল করে ও এক গোল করিয়ে ম্যাচের নায়ক লিওনেল মেসি (Messi)।
Most Read Stories