Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi Ronaldo: রোনাল্ডোর রাজত্বে মেসি, ক্রিশ্চিয়ানোকে ছুঁতে আর কটা গোলের প্রয়োজন?

ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই। আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রাজত্বে ঢুকে পড়েছেন লিওনেল মেসি।

Messi Ronaldo: রোনাল্ডোর রাজত্বে মেসি, ক্রিশ্চিয়ানোকে ছুঁতে আর কটা গোলের প্রয়োজন?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 9:43 AM

কলকাতা: ক্লাব হোক বা আন্তর্জাতিক ফুটবল, লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রতিনিয়ত একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে থাকেন। কেউ একটা রেকর্ড গড়লে অন্যজন স্বাভাবিকভাবেই তুলনায় চলে আসেন। মেসি অনুরাগীদের মতে, কাতার বিশ্বকাপ জয়ের পরই G.O.A.T বিতর্ক শেষ হয়ে গিয়েছে। বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার একজনই। তিনি হলেন লিওনেল মেসি। ব্যালন ডি’অর সংখ্যায় রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন অনেকদিন আগেই। তবে যে যাই বলুক, আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটা পিছিয়ে আর্জেন্টাইন মহাতারকা। ১২২টি গোল নিয়ে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় রয়েছেন সিআর৭। এরপর ইরানের ফুটবল কিংবদন্তি আলি দায়ি। যাঁর গোলসংখ্যা ১০৭। জাতীয় দলের জার্সিতে গোলসংখ্যায় প্রবল প্রতিদ্বন্দ্বীর থেকে মেসি কতটা পিছিয়ে? বিস্তারিত রইল TV9 Banglaর এই প্রতিবেদনে।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে রোনাল্ডোর রাজত্বে প্রবেশ করে গিয়েছেন লিও মেসি। গতবছরের ডিসেম্বরে লিওর হাতে উঠেছে ফুটবল বিশ্বকাপ।কয়েকটা মাস ক্লাব ফুটবলে কাটিয়ে এ বার আন্তর্জাতিক বিরতি। পানামার বিরুদ্ধে প্রথম প্রদর্শনী ম্যাচে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির গোলসংখ্যা ৮০০ ছুঁয়েছিল। মেসিকে দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। ওই ম্যাচের পর জাতীয় দলের হয়ে গোল দাঁড়ায় ৯৯। বুধবার ঘরের মাঠে কুরাসাওয়ের বিরুদ্ধে আরও একটি গোল করলেই ১০০-র ঘরে পৌঁছে যেতেন। যেমনটা ভাবা তেমন কাজ। ২০ মিনিটেই তাঁর প্রথম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের গণ্ডি ছুঁয়ে ফেলেন। যেখানে আগে থেকেই রাজত্ব করছেন সিআর৭। পর্তুগালের জার্সি গায়ে ১০০-র গোলের গণ্ডি অনেকদিন আগেই পার করেছেন রোনাল্ডো। এখন তাঁর গোলসংখ্যা ১২২। আগামীদিনে সংখ্যাটা আরও বাড়বে। এরপর রয়েছেন আলি দায়ি (১০৭)। তবে মেসির লড়াই সরাসরি ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে। সক্রিয় খেলোয়াড় হিসেবে ধরলে গোলের সেঞ্চুরি শুধু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

ক্রিশ্চিয়ানোকে ছুঁতে এখনও অনেকগুলো ম্যাচ, অনেকগুলো গোল করতে হবে মেসিকে। মেসি ও রোনাল্ডো দু’জনই কেরিয়ারের সায়াহ্নে। কাতার বিশ্বকাপের পর থেকে জাতীয় দল থেকে অবসরের গুঞ্জন ঘুরছে দু’জনকে নিয়েই। মেসি বা রোনাল্ডো আর কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন জানা নেই তবে যতদিন খেলবেন আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় একে অপরের সঙ্গে লড়াই চলবে। বুধবার কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচে তিনটি গোল করেন মেসি। সবমিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ১০২। অর্থাৎ ক্রিশ্চিয়ানোকে ছুঁতে আরও ২০টি গোলের প্রয়োজন লিওনেল মেসির।