Lionel Messi: অরল্যান্ডোর ফুটবলারের সঙ্গে ঝামেলা, মায়ামি দেখল মেসির রুদ্র রূপ!

Watch Video: ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটির ম্যাচের শেষ বাঁশি বাজার পরও মেসি ছিলেন অন্য মেজাজে। দুই দলের ফুটবলাররা যখন টানেল দিয়ে বেরোচ্ছিলেন সেই সময় মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায় অরল্যান্ডোর এক ফুটবলারের।

Lionel Messi: অরল্যান্ডোর ফুটবলারের সঙ্গে ঝামেলা, মায়ামি দেখল মেসির রুদ্র রূপ!
Lionel Messi: অরল্যান্ডোর ফুটবলারের সঙ্গে ঝামেলা, মায়ামি দেখল মেসির রুদ্র রূপ!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 5:14 PM

মায়ামি: নতুন ক্লাবের জার্সিতে প্রতি ম্যাচেই ফুল ফোটাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামিতে (Inter Miami) এক এক করে গোল করে চলেছেন মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রে এলএম টেন পা রাখার পর থেকেই চারিদিকে মেসি মেসি রব। লিগস কাপে এই নিয়ে তিনটি ম্যাচ খেললেন মেসি। তৃতীয় ম্যাচে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে নেমেছিলেন মায়ামির নতুন সদস্য মেসি। লিগস কাপের এই ম্যাচ ফ্লোরিডা ডার্বি বলে পরিচিত। মাঠে তো বটেই, মাঠের বাইরেও এই ফ্লোরিডা ডার্বির রেশ দেখা গেল। ম্যাচের শেষেও রইল তার ছাপ। ৩-১ ব্যবধানে অরল্যান্ডো সিটিকে হারিয়ে লিগস কাপের শেষ-১৬ তে পৌঁছে গিয়েছে মায়ামি। দল জিতলেও ওই ম্যাচের পর মেসিকে মেজাজ হারাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লিগস কাপে ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটির পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েক বার মেজাজ হারান মেসি। এবং তিনি বেশ কয়েকবার ফাউল করেন। এই ম্যাচে তাঁকে হলুদ কার্ডও দেখতে হয়েছে। মেসিকে খুব বেশি মেজাজ হারাতে দেখা যায় না। তিনি বেশ সংযমী। তাঁর শান্ত স্বভাব সকলের বেশ প্রিয়। সেই মেসিকে ফ্লোরিডা ডার্বিতে দেখা গিয়েছে অন্য মেজাজে। ম্যাচের মাঝে ফিলিপে মার্টিন্সের সঙ্গে মেসির উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গিয়েছিল। মিয়ামির ফরোয়ার্ড লিওনার্দো কাম্পুনা এসে তাঁদের আলাদা করেন।

হাফটাইমের সময় দুই দলের ফুটবলাররা যখন টানেলের দিকে যাচ্ছিলেন, সেই সময়ও মেসিকে দেখা যায় অরল্যান্ডোর এক ফুটবলারের সঙ্গে অন্য মেজাজে কথা বলতে। শেষ বাঁশি বাজার পরও মেসির রাগ কমেনি। দুই দলের ফুটবলাররা যখন টানেল দিয়ে বেরোচ্ছিলেন সেই সময় মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সিজার আরাউজোর। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।