Lionel Messi: কোপাতে আছেন, আপোসে নেই লিওনেল মেসি!
২০২৬ সালের বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিয়ে কী ভাবছেন লিওনেল মেসি (Lionel Messi)? আগামী বছরের কোপা আমেরিকা (Copa America 2024) খেলবেন? পরিবারমুখী মানুষ। স্ত্রী-সন্তানদের নিয়ে কী ভাবনা তাঁর? বার্সেলোনা, প্যারিস পেরিয়ে নতুন ঠিকানা মায়ামি। ডেভিড বেকহ্যামের ক্লাব নিয়ে বিশ্বকাপজয়ীর কী ভাবনা?
![Lionel Messi: কোপাতে আছেন, আপোসে নেই লিওনেল মেসি! Lionel Messi: কোপাতে আছেন, আপোসে নেই লিওনেল মেসি!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/Lionel-Messi-speaks-on-World-Cup-Copa-America-family-Inter-Miami-and-PSG.jpg?w=1280)
রোজারিও: ২০২৬ সালের বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিয়ে কী ভাবছেন লিওনেল মেসি (Lionel Messi)? আগামী বছরের কোপা আমেরিকা (Copa America 2024) খেলবেন? পরিবারমুখী মানুষ। স্ত্রী-সন্তানদের নিয়ে কী ভাবনা তাঁর? বার্সেলোনা, প্যারিস পেরিয়ে নতুন ঠিকানা মায়ামি। ডেভিড বেকহ্যামের ক্লাব নিয়ে বিশ্বকাপজয়ীর কী ভাবনা? এই মেসি বড্ড অচেনা। তিনি এত কথাই বলেন না। একটু লাজুক, খানিকটা প্রচারমাধ্যমকে এড়িয়ে যেতেই ভালোবাসেন। সেই তিনিই কখনও নরম, কখনও গরম। খোলামেলা সাক্ষাৎকারে অনেক কিছুই উগরে দিলেন মেসি। কী বললেন তিনি? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত।
প্যারিস সাঁজাতে খেলার সময় কাতার বিশ্বকাপ জিতেছিলেন মেসি। সারা বিশ্ব তাঁর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল। কিন্তু পিএসজির তরফে কোনও হেলদোলই ছিল না। উৎসব দূরে থাক, তাঁর ক্লাব কর্তারা সামান্য স্বীকৃতি পর্যন্ত দেননি। যা এখনও ভোলেননি মেসি। বলছেন, ‘প্যারিসে আমি ভালো কিছু করতে পারিনি। কিন্তু আমি তো বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলারও ছিলাম। এটাও মাথায় রাখতে হবে, সব কিছুর পিছনেই কোনও না কোনও ঘটনা থাকে। বলা হয়েছিল, আমাদের দোষেই নাকি পিএসজি চ্যাম্পিয়ন হতে পারেনি। বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা টিমের আমি একমাত্র প্লেয়ার, যাকে তার ক্লাব কোনও রকম স্বীকৃতি দেয়নি।’
আগামী বিশ্বকাপ নিয়ে…
পরের বিশ্বকাপ নিয়ে আমি ভাবতে শুরু করিনি। অনেক দূরের ব্যাপার। কোপা নিয়ে ভাবছি। এটা একটা ভালো টুর্নামেন্ট। তার পর দেখব, আমি কেমন থাকি। বছরটা পার করতে পারলে ভাবব আমি কেমন আছি, কেমন লাগছে। অনেক কিছু নির্ভর করে একসঙ্গে। কোনও কিছু ঘটে যাওয়ার পর আমি ভাবতে নারাজ। মুহূর্তগুলো অনজয় করতে চাই। যতটা বেশি সম্ভব খেলতে চাই।
ইন্টার মায়ামি…
মায়ামিতে যে আমি ভালো আছি, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। একটা সময়ের পর রিল্যাক্সড থাকাটা দরকার। ওখানে এমন অনেক মানুষ আছেন, যাঁরা আমার খেলা দীর্ঘদিন ধরে দেখছেন। এখনও তাঁরা দেখতে চাইছেন। মাঠে খুশি থাকতে পারলে সব ভালো লাগে। সব সময় আপোস করতে ভালো লাগে না। সেই ভাবনা থেকেই কেরিয়ারে অনেকগুলো বছর পার করার পর একটু অন্য ভাবে থাকতে ইচ্ছে করল। যেন উপভোগ করতে পারি।
পরিবার…
আন্তোনেলা খুব ভালো মা। ওর এই দিকটার আমি সত্যিই প্রশংসা করি। ২৪ ঘণ্টা বাচ্চাদের সঙ্গে কাটায়। আমরা সবাই মিলে প্রায়ই বেরিয়ে পড়ি। ঘুরি, খেলা থাকে, কখনও প্রস্তুতি, জাতীয় টিমের খেলা। তবে একটা ব্যাপার, আমরা দু’জন আর একটা সন্তান নিতে চাই। আর সেটা যেন মেয়ে হয়। বাবা হিসেবে আমি খারাপ নই। আমি ছোট থাকাকালীন বাবা-মার কাছে যা যা শিখেছি, ছেলেদের সেগুলো দেওয়ার চেষ্টা করি।
আর্জেন্টিনা নিয়ে…
সব সময় আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলাটাকে আমি উপভোগ করে এসেছি। এই উপভোগটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার থেকে অনেক বেশি।
হোয়্যাটস অ্যাপ ব্যবহার নিয়ে…
না, হোয়্যাটস অ্যাপে খুব একটা থাকি না। হয়তো দেখা যেতে পারে আমি অনলাইন আছি, তার পরও একই কথা বলব। অডিও সেন্ড করি না, স্ট্রাইকার্সও ব্যবহার করি না। কখনও মেসেজ কিংবা কল করি।
ট্রফি নিয়ে অনুভূতি…
ব্যালন ডি’অর একটা বিশেষ সম্মান। কিন্তু আমি খুব ভাগ্যবান যে ফুটবলে যা যা হয়, সব জিতেছি। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার খেতাব, কোপা আমেরিকা, বিশ্বকাপ কিন্তু গুরুত্বপূর্ণ ট্রফি। আমি যা যা ট্রফি জিতেছি, সব আছে বার্সোলানায়। ওখানে একটা মিউজিয়াম আছে। সেখান রাখা আছে সব।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)