Lionel Messi: ময়দান মার্কেটে সুপারহিট এলএম টেনের পিএসজি জার্সি
লিওনেল মেসি প্যারিস সাঁ জাঁ-তে এখনও সই করেননি। জল্পনা চলছে, তিনি হয়তো পাড়ি দেবেন শিল্প ও কবিতার শহরেই। ব্যস। আর তাতেই শুরু।
কলকাতা: এই শহর ফুটবলের শহর। বিশ্বকাপ হোক কিংবা ক্লাব ফুটবল, বাঙালির রাত জেগে ফুটবল দেখা চাই চাই-ই। অফিসে দেরি হতে পারে, কিন্তু ফুটবল মিস করা যাবে না। আর ফুটবল নিয়ে তর্ক, বিতর্ক, আড্ডা, আলোচনা সবেতেই রয়েছে বাঙালি। মেসি না রোনাল্ডো? এ নিয়ে তো দু ভাগ বাংলা। চায়ের দোকান থেকে নেটপাড়া, এ বিষয়ে বাঙালির সুর চড়ে ৬৫ ডেসিবেল।
লিওনেল মেসি (Lionel Messi) বার্সেলোনা (Barcelona) ছাড়ার পর মন খারাপ মেসিভক্তদের। অনেকে তো মেসির জন্যই বার্সার হয়ে গলা ফাটাতেন। এখন তাঁরাই হয়তো আবার জার্সি পাল্টাবেন। মেসির জন্য সব কিছুই করা যায়। এই যেমন ময়দান মার্কেট। লিওনেল মেসি প্যারিস সাঁ জাঁ-তে এখনও সই করেননি। জল্পনা চলছে, তিনি হয়তো পাড়ি দেবেন শিল্প ও কবিতার শহরেই। ব্যস। আর তাতেই শুরু।
লিওনেল মেসির নাম লেখা পিএসজি (PSG) জার্সি এসে গিয়েছে ময়দান মার্কেটে। পিছনে দেওয়া জার্সি নম্বর ‘টেন’। সুযোগ বুঝে মেসির নাম লেখা পিএসজির জার্সির দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এটাই তো সুযোগ। ময়দান মার্কেটে এখন মেসির নাম লেখা প্যারিস সাঁ জাঁ-র জার্সিই বেশি ‘সেল’ হচ্ছে।
পিএসজি-তে যদি আর্জেন্টাইন সুপারস্টার সইও করেন, তাহলে কত নম্বর জার্সি পরবেন? সেটাও এখনও নিশ্চিত হয়নি। ১০ নাকি ১৯, কোনটায় দেখা যাবে মেসিকে? নেইমার বলে দিয়েছেন, তিনি মেসির জন্য ‘১০ নম্বর’ ছাড়তে রাজি। মেসি আবার ‘১৯ নম্বর’ পরে খেলতে চান। কারণ বার্সেলোনায় এটাই তাঁর দ্বিতীয় জার্সি। কেরিয়ার শুরুও করেন ‘১৯ নম্বর’ দিয়ে। মেসি যে দলের জার্সিই পরুন, তার সঙ্গে তো ‘১০ নম্বর’ই যায়। কারণ তিনি যে এলএম টেন। তাই ময়দান মার্কেটে মেসির নাম লেখা ‘১০ নম্বর’ জার্সির এখনও সুপার সেল।
আরও পড়ুন: মেসির চোখের জলে বিদায়-বার্সা!