Erling Haaland: ম্যান সিটির গোলমেশিন হালান্ডকে টেক্কা দিতে তৈরি বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট

Alica Schmidt: বিশ্বের সবচেয়ে সেক্সিয়েস্ট অ্যাথলিটের তকমা পাওয়া অ্যালিকা স্কেমিট ম্যান সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে তাঁর সঙ্গে দৌড়ে নামার জন্য আহ্বান জানিয়েছেন।

Erling Haaland: ম্যান সিটির গোলমেশিন হালান্ডকে টেক্কা দিতে তৈরি বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট
ম্যান সিটির গোলমেশিন হালান্ডকে টেক্কা দিতে তৈরি বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 9:56 AM

নয়াদিল্লি: একজন যেন গোলমেশিন! আর একজন ট্র্যাকে তো বটেই সৌন্দর্যেও প্রতিপক্ষকে মাত দিতে দক্ষ। এই দুই যদি হয় মুখোমুখি? আসলে সম্প্রতি এমনই এক লড়াইয়ে নামার জন্য নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে (Erling Haaland) আহ্বান জানিয়েছেন বিশ্বের সেরা সুন্দরী অ্যাথলিট অ্যালিকা স্কেমিট (Alica Schmidt)। ট্র্যাক হোক বা সৌন্দর্যে তাঁকে টেক্কা দেওয়ার জুড়ি মেলা ভার। জার্মানির ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অ্যালিকা স্কেমিট ট্র্যাকে যেমন দক্ষ তাঁর রূপের ছটাও ততটাই উজ্জ্বল। এমনি এমনি তিনি তো আর বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিটের তমকা পাননি। তাঁর সৌন্দর্য তাঁকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এ বার আত্মবিশ্বাসী অ্যালিকা জানিয়েছেন, তিনি আশাবাদী হালান্ডকে তিনি ৪০০ মিটার দৌড়ে হারিয়ে দিতে পারেন। আর কী বললেন জার্মানির সুন্দরী অ্যাথলিট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২-২৩ মরসুমে প্রতি ঘণ্টায় ২২.৫ মাইল গতিবেগে দৌড়েছিলেন আর্লিং হালান্ড। তিনি ম্যান সিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। ওই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫২টি গোল করেছিলেন নরওয়ের তারকা হালান্ড। তাঁর এই দুরন্ত গতি যে কোনও ক্লাবের ডিফেন্সকে ভয় ধরিয়ে দিত। সেই হালান্ডকে এ বার দৌড়ের জন্যই চ্যালেঞ্জ জানিয়েছেন জার্মান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অ্যালিকা স্কেমিট।

বর্তমানে হালান্ডের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো ফুটবলারের সংখ্যাটা নেহাতই কম। কিন্তু অ্যালিকা আত্মবিশ্বাসী তিনি হালান্ডকে হারাতে পারবেন। অ্যালিকার মতে ৪০০ মিটারে পাল্লা দিতে পারলেও ২০০ মিটার স্প্রিন্টে হালান্ডকে হারানো অতটাও সহজ নয়। এই প্রসঙ্গে অ্যালিকা বলেন, ‘আমি মনে করি ৪০০ মিটারে ওকে হারাতে পারব। ২০০ মিটারে এটা বেশ কঠিন হতে পারে। কিন্তু আমি খুব খুশি হব যদি দৌড়টা হয়। আমি জানি না, তবে ওকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমি সব সময় এই রেসের জন্য প্রস্তুত। সুতরাং, হালান্ড যদি তুমি আমাদের এই দৌড়ের জন্য প্রস্তুত থাকো, তা হলে আমি খুশি হব। দেখা যাক কে প্রথম হয়!’

উল্লেখ্য, চলতি বছরের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রয়েছেন অ্যালিকা।