চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে যেতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিপজিগের কাছে ২-৩ গোলে হেরে বিদায় নিতে হল রেড ডেভিলসদের। একটা সময় ৩ গোলে পিছিয়ে ছিল ম্যান ইউ। ব্রুনো ফার্নান্ডেজ আর পোগবা গোল করে ব্যবধান কমালেও, হার আটকাতে পারেনি।

| Updated on: Dec 09, 2020 | 3:08 PM
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় যেতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় যেতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

1 / 5
বুন্দেশলিগার ক্লাব লিপজিগের কাছে ২-৩ গোলে হেরে বিদায় নিতে হল সোলসজায়ারের দলকে।

বুন্দেশলিগার ক্লাব লিপজিগের কাছে ২-৩ গোলে হেরে বিদায় নিতে হল সোলসজায়ারের দলকে।

2 / 5
খেলা শুরুর ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় লিপজিগ। গোল করেন অ্যাঞ্জেলিনো আর হাইদারা।

খেলা শুরুর ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় লিপজিগ। গোল করেন অ্যাঞ্জেলিনো আর হাইদারা।

3 / 5
৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জাস্টিন ক্লুইভার্ট।

৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জাস্টিন ক্লুইভার্ট।

4 / 5
৮০ আর ৮২ মিনিটে ম্যান ইউয়ের হয়ে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্ডেজ আর পল পোগবা। তাতেও হার আটকাতে পারেনি রেড ডেভিলসরা। ছবি-টুইটার।

৮০ আর ৮২ মিনিটে ম্যান ইউয়ের হয়ে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্ডেজ আর পল পোগবা। তাতেও হার আটকাতে পারেনি রেড ডেভিলসরা। ছবি-টুইটার।

5 / 5
Follow Us: