মেসির ডেরায় নায়ক রোনাল্ডো…

৯৪৭ দিন পর মঙ্গলবার রাতে ফুটবল মাঠে আবার দেখা হল মেসি আর রোনাল্ডোর। দুই মহাতারকার মহারণে বাজিমাত করলেন সিআর সেভেন। তাঁর জোড়া গোলের সঙ্গে দলের জয়, ক্লাব কেরিয়ারে নতুন রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে মেসির ডেরায় গিয়ে নায়ক রোনাল্ডো (Ronaldo)।

| Edited By: | Updated on: Dec 09, 2020 | 6:27 PM
বার্সেলোনার বিরুদ্ধে দুই অর্ধে পেনাল্টি থেকে দুটি গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Ronaldo)।

বার্সেলোনার বিরুদ্ধে দুই অর্ধে পেনাল্টি থেকে দুটি গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Ronaldo)।

1 / 5
১৩ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। এরপরের গোলটি আসে ৫২ মিনিটে।

১৩ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। এরপরের গোলটি আসে ৫২ মিনিটে।

2 / 5
বার্সেলোনার বিরুদ্ধে মোট ২০ গোল করলেন ক্রিশ্চিয়ানো।

বার্সেলোনার বিরুদ্ধে মোট ২০ গোল করলেন ক্রিশ্চিয়ানো।

3 / 5
কোভিড জয় করার পাশাপাশি ২০২০ সাল রোনাল্ডোর কাছে সফল একটি বছর। ক্লাব ও দেশের হয়ে এখনও পর্যন্ত ৪০টি গোল পেয়েছেন সিআরসেভেন।

কোভিড জয় করার পাশাপাশি ২০২০ সাল রোনাল্ডোর কাছে সফল একটি বছর। ক্লাব ও দেশের হয়ে এখনও পর্যন্ত ৪০টি গোল পেয়েছেন সিআরসেভেন।

4 / 5
কিছুদিন আগেই কেরিয়ারে ৭৫০ গোল করার রেকর্ড গড়েছিলেন। মঙ্গলবার ক্লাব কেরিয়ারের ৬৫০তম গোল করার নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো। (ছবি-টুইটার)

কিছুদিন আগেই কেরিয়ারে ৭৫০ গোল করার রেকর্ড গড়েছিলেন। মঙ্গলবার ক্লাব কেরিয়ারের ৬৫০তম গোল করার নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: