MOHUNBAGAN DAY: বাগানে ক্যাকটাস
মোহনবাগান দিবসে এবারও ক্লাবে সদস্য সমর্থকদের দেখা মিলবেনা। নিয়ম মেনে ক্লাবে কর্তারা পতাকা তুলবেন। ক্লাবের রীতি মেনে পুজোও হবে। তবে জমায়েত নয়।
কলকাতাঃ মোহনবাগান দিবস মানেই ময়দানে এক উৎসবের নাম। শতাব্দীপ্রাচনী ক্লাবে সাজো সাজো রব। আলোর রশনাইয়ে করে ঝলমল। পাত পেড়ে খাওয়াদাওয়া। পুরস্কারবিতরণী। গান। আরও কত কি। মরসুম শুরুর আগে সমর্থকরা এদিন একসঙ্গে মেতে উঠতেন ফুটবল ছাড়া অন্য কিছুর আনন্দে। তবে গত বছর থেকেই করোনার প্রকোপে সেসব বন্ধ। নমো নমো করে হয় ক্লাবে পুজোর কাজ। অনুষ্ঠান হয়না।তবে এবার অনলাইনে অনুষ্ঠান হবে। গানের।
মোহনবাগান দিবসে এবারও ক্লাবে সদস্য সমর্থকদের দেখা মিলবেনা। নিয়ম মেনে ক্লাবে কর্তারা পতাকা তুলবেন। ক্লাবের রীতি মেনে পুজোও হবে। তবে জমায়েত নয়। এবার মরণোত্তর মোহনবাগানরত্ন সম্মান দেওয়া হবে শিবাজি বন্দ্যোপাধ্যায়কে। বাকি বর্ষসেরা পুরস্কারও ঘোষণা হয়ে গিয়েছে। যা তুলে দেওয়া হবে এদিনই। তবে কোনও জাঁকজমক অনুষ্ঠানে নয়। তবে এবার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মোহনবাগানের সঙ্গীতানুষ্ঠান দেখতে পারবেন বাগান সমর্থকরা। সবুজ মেরুনের অফিসিয়াল পেজ থেকে দেখা যাবে অনুষ্ঠান। গান গাইবে বাংলা ব্যান্ড ক্যাকটাস। এদিনই সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করা হয়েছে।
করোনার প্রকোপে আজ সবই অতীত। মোহনবাগান দিবসও তাই। কর্তাদের আশা, করোনার প্রকোপ মিটে গেলে পরের বছর হবে অনুষ্ঠান। অপেক্ষায় বাগানপ্রেমীরা।