চোটের কারণে বার্সার বিরুদ্ধে খেলা হচ্ছে না নেইমারের

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে মেসি-নেইমার দ্বৈরথ হবে না। নেইমারকে ছাড়াই বার্সার বিরুদ্ধে মাঠে নামবে পিএসজি।

চোটের কারণে বার্সার বিরুদ্ধে খেলা হচ্ছে না নেইমারের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 2:13 PM

কুঁচকির চোটের জন্য চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) বার্সেলোনার (Barcelona) বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (Neymar)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হবে বার্সেলোনা-প্যারিস সাঁ জাঁ। ফরাসী কাপের একটি ম্যাচে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান নেইমার। পিএসজির (PSG) বিবৃতিতে জানানো হয়, কুঁচকির চোটের জন্য ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।

নেইমারের চোট পরীক্ষা করার পরই স্ক্যানের রিপোর্ট পাঠায় প্যারিস সাঁ জাঁ। ১০ মার্চ ফরাসী লিগের ফিরতি পর্বের ম্যাচে মাঠে ফেরার সম্ভাবনা নেইমারের। ১৬ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম পর্বের ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামবে পিএসজি। বার্সার বিরুদ্ধে না খেলতে পারার হতাশা চেপে রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনস্টাগ্রামে নিজের হতাশার কথা প্রকাশ করেন নেইমার।

আরও পড়ুন: এক মরসুমে ৬ ট্রফি জয় বায়ার্ন মিউনিখের