২ বার এগিয়ে গিয়েও ড্র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

প্রিমিয়ার লিগে (Premier League) লেস্টার সিটির (Leicester City) সঙ্গে ২-২ গোলে ম্যাচ শেষ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।ফলে রেকর্ড গড়া হল না ম্যান ইউয়ের। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচে জয়ের পর প্রথম পয়েন্ট হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

| Edited By: | Updated on: Dec 27, 2020 | 3:18 PM
ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে ইপিএলে নিজের ৫০তম গোল করেন মার্কোস রাশফোর্ড ।

ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে ইপিএলে নিজের ৫০তম গোল করেন মার্কোস রাশফোর্ড ।

1 / 5
লেস্টার সিটির হার্ভি বার্নেস ৩১ মিনিটে ম্যাচে সমতা ফেরান।

লেস্টার সিটির হার্ভি বার্নেস ৩১ মিনিটে ম্যাচে সমতা ফেরান।

2 / 5
ম্যাচের ৭৯ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ফের এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ।

ম্যাচের ৭৯ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ফের এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ।

3 / 5
ম্যাচের ৮৫ মিনিটে লেস্টারকে ফের সমতা ফেরান  অ্যাক্সেল তুয়ানজেবে।

ম্যাচের ৮৫ মিনিটে লেস্টারকে ফের সমতা ফেরান অ্যাক্সেল তুয়ানজেবে।

4 / 5
১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে সোলসজায়ারের দল। (ছবি-টুইটার)

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে সোলসজায়ারের দল। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: