Lionel Messi: কাতারে মেসির থাকা রুম বদলে যাচ্ছে মিউজিয়ামে!
বিশ্বকাপ চলাকলীন কোনও পাঁচতারা হোটেলে নয়, কাতার বিশ্ববিদ্যালয়েই থাকছিলেন স্কালোনির শিষ্যরা। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, দলের সদস্যদের খাওয়া দাওয়ার সুবিধার জন্যই হোটেলে না থেকে কাতার বিশ্ববিদ্যালয়েই ঘাঁটি গেড়েছিলেন মেসিরা।

দোহা: বিশ্বকাপের (FIFA World Cup 2022) ইতিহাসে এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনও দেশে হল ফুটবলের মহাযজ্ঞ। রক্ষণশীল কাতারে বিশ্বকাপ দেখল ফুটবল বিশ্ব। বিশ্বকাপ আয়োজক হিসেবে কাতারকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। কাতারের মাটিতেই মেসির (Lionel Messi) হাতে উঠেছে বহু প্রতিক্ষিত বিশ্বকাপের সোনার ট্রফি। সাধের ট্রফি নিয়ে লুসেলে আনন্দ উচ্ছ্বাসে ভাসতে দেখা গিয়েছিল লিওকে। বিশ্বকাপ চলাকালীন কাতার বিশ্ববিদ্যালয়েই (Qatar University) ছিল আর্জেন্টাইন স্কোয়াড। সেখানে যে ঘরে থাকছিলেন মেসি, সেই ঘরটিকে এ বার বিশেষ ভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নিল কাতার বিশ্ববিদ্যালয়। কাতারে কোন ঘরে ছিলেন লিও? তুলে ধরল TV9 Bangla।
প্রায় দু’মাস ব্যাপী ফুটবল জ্বরের সমাপ্তি ঘটেছে। তবে তার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে কাতার ঘোষণা করেছে, কাতার বিশ্ববিদ্যালয়ের যে ঘরে ছিলেন লিওনেল মেসি, সেটিকে মিউজিয়াম বানাতে চলেছে কাতার বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপ চলাকলীন কোনও পাঁচতারা হোটেলে নয়, কাতার বিশ্ববিদ্যালয়েই থাকছিলেন স্কালোনির শিষ্যরা। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, দলের সদস্যদের খাওয়া দাওয়ার সুবিধার জন্যই হোটেলে না থেকে কাতার বিশ্ববিদ্যালয়েই ঘাঁটি গেড়েছিলেন মেসিরা। সেই মতোই আর্জেন্টিনা থেকে এসেছিল টন টন প্যাকেটজাত মাংস। বিফ বারবিকিউতে জমে উঠেছিল লা আলবিসেলেস্তেদের পার্টি। ইতিমধ্যেই আর্জেন্টিনা স্কোয়াড যেসব রুমে ছিল, তার একটি ফটো সিরিজ প্রকাশ করেছে কাতার বিশ্ববিদ্যালয়।
View this post on Instagram
ফটো সিরিজ প্রকাশের সঙ্গেই কাতার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কাতার বিশ্ববিদ্যালয়ের বি-২০১ রুম যেখানে ছিলেন লিও, সেটিকে সংরক্ষণ করে মিউজিয়াম বানানোর পরিকল্পনা করছে তারা। মেসিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কাতারের। কাতার বিশ্বকাপ মেসির সাফল্যের তালিকায় যোগ করেছে তাঁর বহু প্রতিক্ষিত সোনার ট্রফি। ব্যাটেল অফ লুসেলে পোডিয়ামের উপর দাঁড়িয়ে মেসির বিশ্বকাপ নেওয়ার মুহূর্ত ভুলবে না ফুটবল বিশ্ব। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরে গিয়েছেন মেসি। তবে তাঁকে মরুদেশেই রেখে দিতে চায় কাতার, তাই তাদের এই অভিনব সিদ্ধান্ত। কাতারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে নেটিজ়েনরা। মেসি ভক্তরা এ বার কাতারে গেলেই, একবার করে নিশ্চিত ভাবে ঢুঁ মেরে আসবেন কাতার বিশ্ববিদ্যালয়ে। কাতার বিশ্বকাপ চলাকালীন মেসি যে রুমে থাকতেন, তা দেখার জন্য লিওর সমর্থকরা গ্যাটের কড়ি খসাতেও হয়তো দু’বার ভাববেন না।





