ZIVA Singh Dhoni: ধোনির মেয়েকে সই করা জার্সি উপহার মেসির
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনির, ছেলেবেলা থেকেই যে ফুটবলের প্রতি ভালবাসা রয়েছে তা অজানা নয় গোটা বিশ্বের। তিনি নিজেকে মেসির ফ্যান বলেই দাবি করেন। ক্লাব ফুটবলে ক্যাপ্টেন 'কুল' সমর্থন করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।

নয়াদিল্লি: দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) নিয়ে দেশে ফিরেছেন আর্জেন্টিনার ‘সোনার’ ছেলে লিওনেল মেসি (Lionel Messi) । বহু প্রতীক্ষিত সোনালি ট্রফি দেশে যেতেই আনন্দ উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না লা আলবিসেলেস্তেদের। বিশ্বজয়ীর শিরোপা মাথায় উঠতেই একদিনের জাতীয় ছুটি ঘোষণ করা হয় আর্জেন্টিনায়। সবমিলিয়ে বছর শেষটা মহানন্দে কাটছে আর্জেন্টাইনদের। শুধুমাত্র আর্জেন্টিনাতেই নয় মেসির জয় উদযাপনে সামিল হয়েছে গোটা বিশ্ব। ভারতীয় ক্রিকেটর কিংবদন্তি এমএস ধোনি (Mahendra Singh Dhoni) ছেলেবেলা থেকেই ফুটবল ভক্ত। তাঁর মেয়ে জিভাও বাবার মতোই ফুটবল ভালবাসে। তাঁরা দু’জনেই মেসি ভক্ত। এ বার ছোট্ট জিভার জন্য সই করা জার্সি পাঠালেন লিও। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরল TV9 Bangla।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনির যে ছেলেবেলা থেকেই ফুটবলের প্রতি ভালবাসা রয়েছে তা অজানা নয় গোটা বিশ্বের। তিনি নিজেকে ক্যাপ্টেন মেসির ফ্যান বলেই দাবি করেন। ক্লাব ফুটবলে ক্যাপ্টেন ‘কুল’ সমর্থন করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। বাবার মতোই জিভাও ফুটবল ভালবাসে। সেও নাকি ফুটবল ম্যাজিশিয়নের ফ্যান। এ বার ছোট্ট জিভার জন্য আর্জেন্টিনা থেকে এল উপহার। উপহার হিসেবে খুদে ফ্যানের জন্য লিও তাঁর সই করা একটি জার্সি পাঠিয়েছেন। তাতে লেখা রয়েছে “PARA ZIVA” যার অর্থ জিভার জন্য। সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহের জন্যও সই করা জার্সি পাঠিয়েছিলেন মেসি।
View this post on Instagram
খুব স্বাভাবিক ভাবেই লিও মেসির পাঠানো উপহার পেয়ে বেজায় খুশি জিভা সিং ধোনি। জিভার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ১.৯ মিলিয়ন ফলোয়ার্স। ওই অ্যাকাউন্ট থেকেই আর্জেন্টিনার জার্সিতে জিভার ছবি পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা তেমনই মেয়ে।’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। মেসির খুদে ফ্যানকে ১০ নং জার্সি পরে দেখাচ্ছেও বেশ। ছবিটির নীচে মিষ্টি কমেন্টে ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। লিওর পাঠানো উপহার পেয়ে এক গাল হাসি জিভার নিষ্পাপ মুখে।





