মাদ্রিদ ডার্বি জয়, ছন্দে ফিরছে জিদানের রিয়াল

মাদ্রিদ ডার্বি (Madrid derby) জিতে লা-লিগার (La Liga) চ্যাম্পিয়নশিপের (Championship) লড়াইতে ফিরল রিয়াল মাদ্রিদ (Real Madrid)।

মাদ্রিদ ডার্বি জয়, ছন্দে ফিরছে জিদানের রিয়াল
ছন্দে ফিরছে জিদানের দল। (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 3:49 PM

TV9বাংলা ডিজিটাল : বিশ্বের সেরা দল গুলির একটা, কিন্তু শেষ কয়েকটা সপ্তাহ ধরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছিল না রিয়াল মাদ্রিদ (Real Madrid)। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছায় যে কোচ জিদানের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তবে জিদান আত্মবিশ্বাসী ছিলেন ঘুড়ে দাঁড়াবে তাঁর দল। কোচের আস্থার মান রাখলেন ফুটবলাররা।

শনিবার রাতে লা-লিগায় (La-Liga) মাদ্রিদ ডার্বি (Madrid derby) জয় রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে (Athletico Madrid) ২-০ গোলে হারাল জিদানের দল। রিয়ালের হয়ে প্রথমার্ধে গোল ক্যাসেমেরোর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে করে রিয়ালকে তিন পয়েন্ট উপহার দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ওবলাক। জিদানের দলের কাছে হেরে, এবারের লিগে নিজেদের অপরাজিত তকমা হারাল সিমিওনের দল।

মাদ্রিদ ডার্বি জয় করে আবার লিগ চ্যাম্পিয়নশিপের (Championship) লড়াইতে ফিরে এল রিয়াল। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লা-লিগার শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল সোসিদাদ। তারপর তৃতীয় স্থানে রিয়াল। জিদানের দলের পয়েন্ট, ১২ ম্যাচে ২৩।

আরও পড়ুন: ড্র ম্যাঞ্চেস্টার ডার্বি, শীর্ষে ওঠার সুযোগ নষ্ট চেলসির