ISL 2021: অরিন্দম-চিমাদের ছাড়াই আইএসএল চ্যাম্পিয়নদের রুখে দিল লাল-হলুদ
অরিন্দম ভট্টাচার্য, আদিল খান, রাজু গায়কোয়াড়, অঙ্কিত মুখোপাধ্যায়, বিকাশ জাইরু, ড্যানিয়েল চিমাকে এ দিন খেলাননি দিয়াজ। অন্যদিকে মুম্বই সিটি এফসিতে খেলেন মৌর্তাদা ফল, আমে রানাওয়াড়ে, রাহুল ভেকে, আহমেদ জাহু, মান্দার রাও দেশাই, রেইনিয়ার ফার্নান্ডেজ, ক্যাসিনহো, বিপিন সিং, ইগর অ্যাঙ্গুলোর মতো ফুটবলাররা। চ্যাম্পিয়ন দলের অধিকাংশ সদস্যরাই ছিলেন মাঠে।
মারগাও: আর এক সপ্তাহ পরেই আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। তার আগে প্রস্তুতি ম্যাচে টমিস্লাভ মার্সেলা, আমির দের্ভিসেভিচরা কিছুটা হলেও আশ্বস্ত করলেন লাল-হলুদ সমর্থকদের। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির (Mumbai City FC) সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করল এসসি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক লাল-হলুদের।
গোলে শুভম সেনকে এ দিন শুরু থেকে খেলান স্প্যানিশ কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ (Jose Manuel Diaz)। মহম্মদ রফিককে (Md Rafique) রাইট ব্যাকে খেলিয়ে পরখ করে নেন লাল-হলুদ কোচ। রক্ষণে টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela) আর ফ্রাঞ্জো পর্চে (Pranjo Prce) জুটি। প্রথম এগারোয় হীরা মণ্ডলকে রাখেন দিয়াজ। মাঝমাঠে আমির দের্ভিসেভিচ, ড্যারেন সিডুল, জ্যাকিচাঁদ সিং আর অমরজিত্ সিং কিয়াম। সামনে হাওকিপ আর পেরোসেভিচ। প্রথম এগারোর অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দেন লাল-হলুদ কোচ। অরিন্দম ভট্টাচার্য, আদিল খান, রাজু গায়কোয়াড়, অঙ্কিত মুখোপাধ্যায়, বিকাশ জাইরু, ড্যানিয়েল চিমাকে এ দিন খেলাননি দিয়াজ। অন্যদিকে মুম্বই সিটি এফসিতে খেলেন মৌর্তাদা ফল, আমে রানাওয়াড়ে, রাহুল ভেকে, আহমেদ জাহু, মান্দার রাও দেশাই, রেইনিয়ার ফার্নান্ডেজ, ক্যাসিয়ো, বিপিন সিং, ইগর অ্যাঙ্গুলোর মতো ফুটবলাররা। চ্যাম্পিয়ন দলের অধিকাংশ সদস্যরাই ছিলেন মাঠে।
???-?????? ????????
It ends 1-1 at the Nagoa Football Ground against @MumbaiCityFC.
Cássio Gabriel scored for MCFC in the first half with Sourav Das equalising for us in the second.#PreSeasonFriendly #WeAreSCEB ?? pic.twitter.com/0Ysq0rrhaN
— SC East Bengal (@sc_eastbengal) November 14, 2021
প্রথমার্ধে ক্যাসিয়োর গোলে পিছিয়ে পড়ে এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই লাল-হলুদের হয়ে গোল পরিশোধ করেন সৌরভ দাস। রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে ম্যানুয়েল দিয়াজের ছেলেরা। তার আগে এই পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে লাল-হলুদ ফুটবলারদের।