ISL 2021-22: কেরালা ম্যাচই পাখির চোখ প্রীতম-প্রবীরদের
প্রীতম বলেন, 'হুগো বোমাস, জনি কাউকো, লিস্টন কোলাসোর মতো ফুটবলারদের সংযোজনে দলের শক্তি অনেক বেড়েছে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা গোল করার জন্য ঠিক মতো বলের জোগান পাচ্ছে। এএফসি কাপ খেলায় আমাদের প্রাক মরসুম প্রস্তুতি ভালোই হয়েছে।'
পানাজি: দরজায় কড়া নাড়ছে আইএসএল (ISL)। গত বছর ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছে। এ বার কাপ জিতেই গোয়া থেকে ফিরতে চান প্রীতম, শুভাশিসরা। ১৯ তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বেনোলিনের মাঠেই ফুটবলারদের তৈরি করছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। এ বারের আইএসএলের এসেছে বদল। প্রথম একাদশে বিদেশি সংখ্যা কমে হয়েছে চার। ফলে ভারতীয়দের খেলার সুযোগ যেমন বেড়েছে, একই সঙ্গে বেড়েছে চ্যালেঞ্জও। সবুজ-মেরুন শিবিরে পাঁচ বঙ্গতনয়ের ফোকাসেই শুক্রবারের ম্যাচ। প্রীতম কোটাল (Pritam Kotal), শুভাশিস বসু (Subhashis Basu), প্রবীর দাস (Prabir Das), শেখ সাহিল (Sk Sahil), অভিলাস পালদের (Abhilas Pal) ভাবনায় এখন কেরালা ব্লাস্টার্স ম্যাচই।
গত ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) ব্রাইটকে রুখে দিয়ে নায়ক বনে গিয়েছিলেন প্রীতম কোটাল। সেই প্রীতম অবশ্য এখনই ডার্বি নিয়ে ভাবতে চান না। তাঁর ফোকাসে কেরালা ম্যাচ। প্রীতম বলেন, ‘হুগো বোমাস, জনি কাউকো, লিস্টন কোলাসোর মতো ফুটবলারদের সংযোজনে দলের শক্তি অনেক বেড়েছে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা গোল করার জন্য ঠিক মতো বলের জোগান পাচ্ছে। এএফসি কাপ খেলায় আমাদের প্রাক মরসুম প্রস্তুতি ভালোই হয়েছে। গত বারের ভুল শুধরেই এ বার মাঠে নামতে তত্পর। একই সঙ্গে আমাদের রক্ষণও যথেষ্ট শক্তিশালী। নানা ফর্মেশনে আমাদের রক্ষণকে পরখ করে নিয়েছে হাবাস। দলগত সংহতির উপর ভিত্তি করেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নামব।’
সাইড ব্যাক শুভাশিস বসু বলেন, ‘ডার্বি নিয়ে এখনই ভাবতে চাই না। সামনে কেরালা ব্লাস্টার্স ম্যাচই পাখির চোখ। গত বারের মতো এ বারও শুরুটা ভালো করতে হবে। ম্যাচ প্রতি ম্যাচ ধরেই এগবো। তিরি, কার্ল ম্যাকহিউ, দীপক টাঙরি, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা রক্ষণে থাকায় শক্তি বেড়েছে।
মিডফিল্ডার প্রবীর দাসের নজরেও শুক্রবারের কেরালা ম্যাচ। প্রথম এগারোয় সুযোগ পাওয়ার সুস্থ প্রতিযোগিতা রয়েছে। সেটা দলের পক্ষে ভালো বলেই মনে করেন প্রবীর। তবে গত বারের চেয়ে এ বারের দল যে অনেকটা শক্তিশালী তা স্বীকার করে নেন বাগানের মিডফিল্ডার। ১৯ তারিখ কেরালা ব্লাস্টার্স ম্যাচের পরই ডার্বি। ২৭ তারিখ চিরশত্রু লাল-হলুদের মুখোমুখি হবে সবুজ-মেরুন।
আরও পড়ুন: VVS Laxman: রাহুলের পদে বসতে রাজি ভিভিএস